বিজেপি একটাই বাংলা চায়, বঙ্গভঙ্গ ইস্যু নিয়ে মত দিলীপের শিলিগুড়ি, 21 ফেব্রুয়ারি: কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বিধানসভায় সরব হয়েছেন গোর্খাল্যান্ডের (Gorkhaland) দাবিতে ৷ এই ইস্যুতে পাহাড়ে গণভোটের দাবিও তুলেছেন তিনি ৷ কিন্তু তাঁর সেই দাবির সঙ্গে সহমত নন বিজেপির (BJP) জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ মঙ্গলবার শিলিগুড়িতে বললেন, "বিজেপি কোনও ধোঁয়াশায় থাকে না । বিজেপি একটাই বাংলা চায় । আর সেটাকে সোনার বাংলা তৈরি করতে চায় ।"
এদিন কলকাতা থেকে দার্জিলিং মেলে জলপাইগুড়ি যান তিনি । মোট ছয়দিনের উত্তরবঙ্গ সফর দিলীপ ঘোষের । যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ পাশাপাশি এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) কটাক্ষ করেছেন তিনি ৷
বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, ‘‘আর পাহাড়ের রাজনীতি সুবিধার রাজনীতি । যেদিকে সুবিধা, যেদিকে ক্ষমতা, সেদিকে যায় । পাহাড়ের মানুষ ফুটবলের মতো । আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা হল কখন কার সঙ্গে থাকবে সেটাই ঠিক করতে পারছে না । বিজেপি পাহাড়ের মানুষের উন্নয়ন চায় । বিধানসভায় যে বিল নিয়ে আসা হয়েছে, তা শুধুমাত্র বিধানসভায় সময় নষ্ট করার জন্য ।"
এখানে উল্লেখ করা প্রয়োজন পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) সোমবার বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পেশ হয় ৷ সেই প্রস্তাব নিয়ে বলতে উঠে বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা গোর্খাল্যান্ডের দাবি সরব হন ৷ পাহাড়ের মানুষ এই নিয়ে কী চান, তা জানতে গণভোট করানোর দাবি তোলেন ৷ এর আগে উত্তরবঙ্গে বিজেপির একাধিক নেতার মুখে বাংলা ভাগের কথা শোনা গিয়েছে ৷ কিন্তু সরকারিভাবে বিজেপির তরফে কখনও এই কথা শোনা যায়নি ৷ বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও একাধিকবার জানিয়েছেন যে বিজেপি বাংলা ভাগের পক্ষে নয় ৷ একই কথা বললেন দিলীপ ঘোষ ৷
অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়ি সফর নিয়ে কটাক্ষ করেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, "কেন্দ্রের টাকা সরকারি কর্মচারীদের না দিয়ে সভা করে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী । নতুন নতুন স্টেডিয়াম বা খেলার কোন জায়গা তৈরি না করে মাঠ নষ্ট করে সব মঞ্চ তৈরি করছে এই সরকার । সারা ভারতবর্ষের রাজনীতি পাল্টে যাচ্ছে, পশ্চিমবঙ্গের রাজনীতি পাল্টাবে না তা কখনও হয় না ।’’
আরও পড়ুন:বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবে উঠল গোর্খাল্যান্ড নিয়ে গণভোটের দাবি