শিলিগুড়ি, 21 আগস্ট : আজ সিপিএম, কংগ্রেসকে যেমন খুঁজতে হচ্ছে, রাজ্যের শাসকদলেরও একদিন এরকম অবস্থা হবে, তৃণমূল নিয়ে এই ভবিষ্যদ্বাণী করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ শনিবার বিজেপির শহিদ সম্মান যাত্রায় অংশগ্রহণ করতে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে পৌঁছে সাংবাদিকদের এই কথা বলেন তিনি । শহিদ সম্মান যাত্রায় বাধা দেওয়া-সহ বেশ কিছু সাম্প্রতিক প্রসঙ্গে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন ৷
4টি শহিদ সম্মান যাত্রা চলছে রাজ্যে ৷ তিনি এতদিন দক্ষিণবঙ্গে ছিলেন ৷ আজ উত্তরবঙ্গে মন্ত্রী জন বারলার সঙ্গে জলপাইগুড়ি থেকে ফালাকাটা পর্যন্ত শহিদ সম্মান যাত্রায় থাকবেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ আগামিকাল দলের কিছু সাংগঠনিক বৈঠক রয়েছে, তাই 2 দিনের সফরে এসেছেন এখানে ৷ এরপর 23 তারিখে দক্ষিণবঙ্গে সুপ্রকাশ গিরির সঙ্গে যোগ দেবেন ৷
শহিদ সম্মান যাত্রায় বাধা
রাজ্যে সব জায়গায় শহিদ সম্মান যাত্রাকে আটকানো হচ্ছে । সাধারণ মানুষের আশীর্বাদে জিতে বিজেপি নেতারা মন্ত্রী হয়েছেন ৷ মানুষের আশীর্বাদকে, মানুষের ইচ্ছাকে যাঁরা গুরুত্ব দেয় না, গণতন্ত্রে তাঁদের জায়গা হয় না ।
ভোট-পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত
কোর্ট বুঝিয়ে দিয়েছে এই সরকার যা করছে, সেটা ঠিক নয় ৷ আদালতের রায়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে ৷ এ থেকে শিক্ষা নেওয়া উচিত ৷ নাহলে আজ সিপিএম, কংগ্রেস কোথায় ! এখন তাদের খুঁজতে হচ্ছে । যারা ক্ষমতায় আছে, তাদেরও একদিন এই অবস্থা হবে ৷ দক্ষিণবঙ্গের এক কেন্দ্রীয় মন্ত্রী-সহ দু'জন কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে ৷ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ একটা গণতান্ত্রিক দেশে কোনও দল কোনও কর্মসূচি করতে পারবে না ৷ কেন্দ্রীয় মন্ত্রী ঘুরে লোকের সঙ্গে দেখা করতে পারবে না ৷ এটা হতে পারে না ৷
সুজয় বন্দ্যোপাধ্যায়ের বন্দুক হাতে ভিডিয়ো