দার্জিলিং, 29 মার্চ : কোরোনা আতঙ্কে কাঁপছে দেশ । বাড়ি থেকে না বেরনোর সতর্ক বার্তা দিয়ে মানুষকে বোঝানোর নিরন্তন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ । পরিস্থিতি সামাল দিতে গিয়ে কোথাও মারমুখী হতে দেখা যাচ্ছে তাদের । কোথাও আবার বুঝিয়ে ঘরে পাঠাতে । তবে, এবার অন্য এক ভূমিকায় সামনে এলেন তাঁরা । গরিবের পরিত্রাতা রূপে পাহাড়ে দুস্থদের মুখে অন্ন তুলে দিলেন । সঙ্গে কোরোনা থেকে রক্ষা পেতে বিলি করলেন মাস্ক ।
লকডাউন দেশে ঘরবন্দী মানুষ । কিন্তু ভবঘুরেদের কোথায় সচেতনতা । বাড়ি নেই, খাবার নেই । তাদের কাছে মাস্ক বা স্যানিটাইজ়ারের মূল্য কোথা থেকে আসবে । এই সব বিষয় মাথায় রেখেই তাদের পাশে দাঁড়াল পুলিশ । লাঠি উঁচিয়ে তাড়ানোর ঠিক উলটো ছবি দেখা গেল পাহাড়ে । ভবঘুরেদের হাতে পানীয় জল, বিস্কুট, খাদ্য সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি দেওয়া হল মাস্ক । এতে বিশেষ ভূমিকা নিলেন দার্জিলিং জেলা পুলিশের সাব ইন্সপেক্টর আইনুল হক ।