দার্জিলিং, 28 ফেব্রুয়ারি:মাসখানেক পরেই শুরু হবে গরমের ছুটি ৷ গরমের ছুটি মানেই পর্যটকদের ভিড় বাড়বে ৷ তাই পর্যটকদের উপহার হিসাবে দু’জোড়া বিশেষ ট্রেন ঘোষণা করল দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ (DHR Started a Couple of Special Train)। পর্যটনের মরশুম শুরু হতেই পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে চারটি নতুন জয়রাইড চালানোর সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ তথা ডিএইচআর । দার্জিলিং থেকে ঘুম রেল স্টেশনের মধ্যে ডিজেল ইঞ্জিন স্পেশাল টয়ট্রেন জয়রাইড চালানো হবে । 1 মার্চ থেকে 30 জুন পর্যন্ত চালানো হবে ওই চারটি জয়রাইড ।
বর্তমানে 4 জোড়া জয়রাইড চালানো হচ্ছে । এবার তার সংখ্যা বেড়ে হল এক ডজন । শুধু তাই নয়, প্রতিটি জয়রাইডে একটি করে ফার্স্ট ক্লাস চেয়ার কার কামরা থাকছে । এদিকে অবশ্য, যাত্রী সংখ্যা কম হওয়ায় 1 মার্চ থেকে 2 জুলাই পর্যন্ত নিউ জলপাইগুড়ি-দার্জিলিং এসি স্পেশাল টয়ট্রেন বাতিল করেছে ডিএইচআর ।
নতুন এই ট্রেন প্রসঙ্গেই উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "পর্যটকদের চাহিদা মেটাতে রেল সবসময় তৎপর । তাই আমরা চারটি বাড়তি টয়ট্রেন জয়রাইড চালাচ্ছি । তবে নিউ জলপাইগুড়ি থেকে এসি স্পেশাল টয়ট্রেনে যাত্রী না হওয়ায় তা বাতিল করে দেওয়া হয়েছে । আমরা চাই প্রতিটি পর্যটক যাতে টয়ট্রেন চড়ার সুযোগ পায় । তাই জয়রাইড বাড়ানো হয়েছে ।"