শিলিগুড়ি, 13 জুলাই :ফের একবার রাজ্য সরকার, রাজ্যের আইনশৃঙ্খলা ও আমলাতন্ত্র নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) । বুধবার কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি । সেখান থেকে সড়কপথে দার্জিলিংয়ের রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল ।
বৃহস্পতিবার জিটিএ (GTA) চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড় । একই সঙ্গে পাহাড় সফরেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । আর তাঁর পাহাড় সফরের মাঝে ফের একবার রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করায় রাজনৈতিকমহলে সমালোচনার সৃষ্টি হয়েছে ।
এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, "আমাদের রাজ্যে প্রশাসনিক একাধিক গভীর সমস্যা রয়েছে যেটা সকলেই জানে । কিন্তু ভয়ের কারণে, এমনকি সংবাদমাধ্যমও সেসব বিষয়ে কথা বলতে চায় না । রাজ্য যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, আমি চাই সমাজ ও বুদ্ধিজীবীদের অনুরোধ করব, যাতে তারা সেসব নিয়ে সরব হয় ।’’
একই সঙ্গে তিনি বলেন, ‘‘নাগরিক সমাজ ও বুদ্ধিজীবীদের নিশ্চুপতা আমার কাছে খুব বেদনাদায়ক । আর্থিক বিষয়ে ও আমলাতন্ত্রে সাম্প্রদায়িক পৃষ্ঠপোষকতা ও সাম্প্রদায়িক ক্ষমতায়ন কোনোভাবেই বরদাস্ত করা যায় না । সাম্প্রদায়িক পৃষ্ঠপোষকতা বাস্তবে গণতন্ত্রের মূল্যবোধ বিরোধী ।’’