দার্জিলিং, 17 মার্চ : "আমি নিশ্চিত যে জিটিএ-র পরিচালনায় স্বচ্ছতা আনতে আমার প্রচেষ্টাও শীঘ্রই ফল দেবে", বৃহস্পতিবার বিকেলে দার্জিলিং পৌঁছে ফের একবার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের কার্যকারিতা নিয়ে ঘুরিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Dhankhar again raises issue of Transparency of GTA) ।
ছয় দিনের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে আলিপুরদুয়ার থেকে সড়কপথে দার্জিলিংয়ের রাজভবনে সস্ত্রীক পৌঁছন রাজ্যপাল (Dhankhar at Darjeeling Rajbhawan) । রাজভবনে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয় । এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি । জিটিএ-র কার্যকারিতা ও তার কার্যপ্রণালিতে স্বচ্ছতা আনতে কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি ।
পাশাপাশি এদিন পাহাড়ের বিষয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) বলেন, "উত্তরবঙ্গ বিশেষ দার্জিলিং আমার খুব হৃদয়ের খুব কাছে । আমি পাহাড়ের উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছি । শৈলরানি আরও উন্নত করতে হবে । দ্রুত আমার প্রচেষ্টা ফল দেবে । এটা শুধু সময়ের অপেক্ষা যে এই এলাকা আরও উন্নতি করবে । আবেদন পাহাড়বাসী স্বচ্ছতা অভিযানের উপর জোর দিক । আমি এখানকার প্রত্যেক মানুষের কাছে আবেদন করছি, আমাদের আশেপাশে কোথাও যেন জঞ্জাল বা প্লাস্টিক না থাকে । দার্জিলিংকে প্লাস্টিক মুক্ত করতে হবে ।" এরপরই তিনি পাহাড় সব গোটা রাজ্যবাসীকে হোলির শুভেচ্ছা জানান ।
ফের জিটিএ-র স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল কিন্তু রাজ্যপাল জগদীপ ধনকড় যতবারই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন, ততবারই জিটিএ (GTA)-র হিসেব ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন । উৎসবের সময়েও একইভাবে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (Gorkha Territorial Administration) বা জিটিএ-র স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে ভোলেননি তিনি । আগামী দু’দিন পাহাড়েই থাকার কথা রয়েছে রাজ্যপালের । রাজভবনে এলাকার স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য, রাজনৈতিক দলের নেতৃত্ব, নির্বাচিত জন প্রতিনিধি-সহ সদ্য দার্জিলিং পৌরসভা নির্বাচনে জয়ী কাউন্সিলরদের সঙ্গেও আলোচনায় বসার কথা রয়েছে রাজ্যপালের ।
আরও পড়ুন :GTA Audit : জিটিএ-র অডিটের দাবিতে ফের সরব রাজ্যপাল, সমর্থন অনিত থাপার