পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্যুরিস্ট ট্যাক্স লাগু করার সিদ্ধান্ত থেকে পিছু হটল দার্জিলিং পৌরসভা - ট্যুরিস্ট ট্যাক্স

Tourist Tax In Darjeeling: এখনই লাগু হচ্ছে না ট্যুরিস্ট ট্যাক্স ৷ আরও আলোনার পরেই এই কর লাগু করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরি ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 8:51 AM IST

Updated : Nov 29, 2023, 11:30 AM IST

দার্জিলিং, 29 নভেম্বর:ট্যুরিস্ট ট্যাক্স লাগু করার সিদ্ধান্ত থেকে পিছু হটল দার্জিলিং পৌরসভা । গত সোমবারই দার্জিলিং পৌরসভার তরফে শৈলরানির হোটেল মালিকদের জন্য নির্দেশিকা জারি করে জানানো হয় 27 নভেম্বর থেকে পাহাড়ে আগত পর্যটকদের থেকে ট্যুরিস্ট ট্যাক্স সংগ্রহ করা হবে । মাথাপিছু 20 টাকা করে ওই কর আদায়ের নির্দেশিকা জারি করে দার্জিলিং পৌরসভা। যদিও এখনই চালু হচ্ছে না তা ৷ কর আদায়ের জন্য দার্জিলিং পৌরসভার তরফে টেন্ডারও ডাকা হয়েছিল । 28 লক্ষ টাকার বিনিময়ে দার্জিলিংয়েরই এক সংস্থা আগামী এক বছরের জন্য ওই কর আদায়ের বরাত পায়। কিন্তু কর লাগু হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বিপাকে পড়ে দার্জিলিং পৌরসভা। ক্ষোভের সঞ্চার হয় পর্যটন মহলে। করের বিরোধিতা করে সরব হয় পাহাড়ের রাজনৈতিক দলগুলি।

হামরো পার্টির সভাপতি তথা জিটিএ'র সভাসদ অজয় এডওয়ার্ড বলেন, "দার্জিলিং পৌরসভার এই ধরনের কর আদায় খুবই অনৈতিক ও অসাংবিধানিক । পৌর আইনে এই কর আদায়ের কোনও নিয়ম নেই । ক্ষমতার অপব্যবহার করে এই কর আদায় করতে চাইছে তারা ।" দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরি বলেন, "ট্যুরিস্ট ট্যাক্স আদায়ের বিষয়ে আমরা কোন চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। এই বিষয়ে আমাদের আলোচনাও বাকি রয়েছে ।" দার্জিলিংয়ে আগত কলকাতার পর্যটক স্বাগতা ভট্টাচার্য বলেন, "নতুন করে এই কর লাগু করা অযৌক্তিক ৷ কেউ একজন নিজের পরিবার নিয়ে ঘুরতে আসলে তাকে অনেক টাকা বাড়তি গুনতে হবে । পৌরসভার এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করা উচিৎ।"

রাজনৈতিকমহলের মতে, করোনার পরবর্তী সময়ে বর্তমানে পর্যটনশিল্প কিছুটা স্বাভাবিক হয়েছে। এমতাবস্থায় এই ধরনের সিদ্ধান্ত পাহাড়ের পর্যটন শিল্পে বিরূপ প্রভাব পরতে পারে বলে মনে করছে পর্যটনমহল। পাশাপাশি রাজনৈতিক দলগুলি পালটা সরব হওয়ায় সাঁড়াশি চাপে পড়তে হয় দার্জিলিং পৌরসভাকে। যে কারণে সেই সিদ্ধান্ত থেকে আপাতত সরে আসতে বাধ্য হল দার্জিলিং পৌরসভা ।

আরও পড়ুন:

  1. পাহাড়ে ফের 'পর্যটক কর'! দার্জিলিং ঘুরতে গেলে এবার লাগবে মাথাপিছু 20 টাকা
  2. শীত পড়তেই এলাকায় আসছে ভিনদেশি পাখি, পর্যটন কেন্দ্র গড়ে তোলার চিন্তাভাবনা
  3. মুখ্যমন্ত্রীর সফরের আগে গজলডোবা পর্যটনকে ঢেলে সাজানোর উদ্যোগ
Last Updated : Nov 29, 2023, 11:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details