কালিম্পং, ৬ মার্চ : সমতল ছেড়ে এবার পাহাড়ে ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যেই কালিম্পং জেলায় বেশ কয়েকজন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ফলে চিন্তায় রয়েছে স্বাস্থ্য দপ্তর।
কালিম্পং জেলায় ডেঙ্গির উপসর্গ নিয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনও পর্যন্ত কালিম্পং জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। সচেতনতা বাড়াতে গতকাল কালিম্পঙে পদযাত্রা করা হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন জেলার স্বাস্থ্য কার্মী, পুলিশ, পৌরসভার কর্মীরা।
ডেঙ্গির প্রাদুর্ভাব স্বীকার করে কালিম্পং জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, "কালিম্পং জেলার মধ্যে রম্ভি ও গোরুবাথান এলাকায় বেশ কয়েকজন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। পাহাড়ে এডিস মশার সংখ্যা বেড়েছে। উষ্ণায়নের ফলে পাহাড়ের তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। তবে এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। সতর্কতা ও সচেনতার অঙ্গ হিসাবেই ডেঙ্গি সচেনতার ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে পদযাত্রা করা হয়।"
জেলার স্বাস্থ্য কর্তাদের আবেদন, জ্বরে আক্রান্ত হলেই রক্ত পরীক্ষা করার পাশপাশি নিকটবর্তী হাসপাতালে গিয়ে চিকিৎসক দেখান। জেলা হাসপাতালে ডেঙ্গি চিকিৎসার যাবতীয় ব্যবস্থা রয়েছে।