শিলিগুড়ি, 29 এপ্রিল:সোশাল মিডিয়ায় বিজেপি বিধায়ক শংকর ঘোষকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ কালিয়াগঞ্জ নিয়ে টুইটারে তাঁর একটি পোস্টকে শেয়ার করা হয়েছে ৷ সেখানেই শংকর ঘোষকে গ্রেফতার করে মেরে ফেলা উচিত বলে মন্তব্য করা হয়েছে ৷ সেই পোস্টটি নজরে আসতেই শংকর ঘোষ শিলিগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ শনিবার তাঁর সঙ্গে শিলিগুড়ি থানায় যান ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এবং শিলিগুড়ি বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷
কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যু ও এক রাজবংশী যুবককের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় 27 এপ্রিল টুইটারে পোস্ট করেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ ৷ 28 এপ্রিল তাঁর সেই পোস্টটিকে শেয়ার করেন এক ব্যক্তি ৷ সেই অ্যাকাউন্টের নাম ছিল ‘বিপ্লবী’ ৷ সেখানে শংকর ঘোষকে অশালীন ভাষায় আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ ৷ পাশাপাশি, তাঁকে গ্রেফতার করে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে সেই পোস্টে ৷ পোস্টটি ট্যাগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পেজ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ পোস্টটি দেখে শনিবার পুলিশের দ্বারস্থ হয়েছে শংকর ঘোষ ৷ এই ঘটনায় যে বা যারা জড়িত রয়েছে তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব ৷