দার্জিলিং, 25 জানুয়ারি : রক্তের প্রয়োজন অন্তঃসত্ত্বার । অজানা নম্বর ফোন আসতেই বৃষ্টি মাথায় মাঝরাতে হাসপাতাল পৌঁছলেন পুলিশ সুপার । পুলিশের মানবিকতার রূপ অনেকেরই জানা । প্রায় প্রতিদিনই কোনও না কোনও পুলিশ কর্মীর মানবিকতার ছবি দেখা যায় (Humanity of the Police) ৷ কিন্তু এবার দার্জিলিংয়ের পুলিশ সুপার যা করলেন তা কার্যত নজিরবিহীন (Darjeeling SP rushes to the hospital to give blood to a pregnant woman) ।
সোমবার রাতে বাড়িতে ফিরে খেতে বসেছিলেন দার্জিলিংয়ের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর । সেসময় তাঁর কাছে একটি অজানা নম্বর থেকে ফোন আসে ৷ বলা হয়, দার্জিলিংয়ের মোটর স্ট্যান্ডের হাসপাতালে চিকিৎসাধীন এক অন্তঃসত্ত্বা মহিলার অস্ত্রোপচারের জন্য রক্তের প্রয়োজন । কিন্তু রক্তের জন্য হঠাৎ পুলিশ সুপারকে কেন ফোন করা হয়েছিল ? কারণ, ওই মহিলার রক্তের গ্রুপ বি নেগেটিভ । হাসপাতাল কর্তৃপক্ষ অনেক খুঁজেও ডোনার না পাওয়ার পর তাঁরা জানতে পারেন, পুলিশ সুপারের রক্তের গ্রুপও বি নেগেটিভ । জানা মাত্রই ফোন করা হয় পুলিশ সুপার সন্তোষ নিম্বালকরকে ।