পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা থেকে নিস্তার পেতে স্বেচ্ছায় লকডাউনে দার্জিলিংবাসী - লকডাউন

আনলক ওয়ান শুরু হওয়ার পর দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ তাই কোরোনার হাত থেকে বাঁচতে নিজেরাই স্বেচ্ছায় লকডাউনে যাওয়ার সিদ্ধান্ত নিল দার্জিলিংবাসী ৷ তবে এই লকডাউনে ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবাগুলিকে ৷

image
স্বেচ্ছায় লকডাউনে দার্জিলিংবাসী

By

Published : Jun 14, 2020, 4:03 AM IST

দার্জিলিং, 14 জুন : দেশজুড়ে দিন দিন বেড়েই চলেছে কোরোনা ভাইরাসের সংক্রমণ ৷ পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা ৷ কিন্তু দেশজুড়ে ধীরে ধীরে শিথিল হচ্ছে লকডাউন ৷ খুলে দেওয়া হয়েছে বহু প্রতিষ্ঠান ৷ আন্তঃরাজ্য বাসচলাচল শুরু হয়েছে ৷ কিন্তু কোরোনার গ্রাফ সেই ঊর্ধ্বমুখী ৷ এমন পরিস্থিতিতে নিজেরাই স্বেচ্ছায় লকডাউনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন দার্জিলিংবাসী ৷

15 জুন, সোমবার থেকে 21 জুন পর্যন্ত দার্জিলিং শহর এবং সংলগ্ন এলাকায় পুরোপুরি লকডাউনের ডাক দিলেন শৈল শহরের 16টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা ৷ এই সময় বাড়িতেই থাকার পর্মর্শ দিচ্ছেন তাঁরা ৷ লকডাউন প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য গঠিত হল সেভ দার্জিলিং COVID-19 প্রোটেকশন কমিটি ।

শনিবার কমিটির তরফে মীরা বড়াইলি বলেন,‘‘ আনলক ওয়ান শুরু হওয়াতে বাড়ছে কোরোনা সংক্রমণের সংখ্যা । ইতিমধ্যে দার্জিলিং শহরে কোরোনা সংক্রমিতের হদিস মিলেছে । ফলে সবার মধ্যেই একটা আতঙ্ক কাজ করছে । মানুষের থেকে মানুষের সংস্পর্শে এই ভাইরাস ছড়াচ্ছে । তাই আপাতত সাতদিন দোকান-বাজার বন্ধ রেখে ঘরে থাকার সিদ্ধান্ত নিয়েছি আমরা ।’’

লকডাউনের সময় পুলিশ-প্রশাসন ও পৌরসভার তরফে দোকান-বাজার থেকে পথঘাট স্যানিটাইজ় করা হবে । তবে লকডাউনের আওতার মধ্যে আনা হয়নি দুধ, গ্যাস, ওষুধের দোকান, জল সরবরাহের গাড়ির মতো জরুরি পরিষেবাগুলিকে ।

ABOUT THE AUTHOR

...view details