দার্জিলিং, 5 মে: জম্মুতে সন্ত্রাসবাদী হামলায় শহিদ দার্জিলিংয়ের বাসিন্দা জওয়ান ৷ সেনা সূত্রে জানা গিয়েছে, শহিদ ওই সেনা জওয়ানের নাম সিদ্ধান্ত ছেত্রী, বয়স 25 বছর ৷ তিনি 9 নম্বর প্যারা-কম্যান্ডো রেজিমেন্টের রাইফেলম্যান ছিলেন ৷ দার্জিলিংয়ের পুলবাজার ব্লকের কিজোমবস্তির বাসিন্দা সিদ্ধান্ত ৷ শুক্রবার সকালে জম্মুতে কর্তব্যরত অবস্থায় আচমকাই সন্ত্রাসবাদীরা হামলা চালায় ৷ তখনই জঙ্গিদের গুলিতে শহিদ হন আধাসেনার জওয়ান সিদ্ধান্ত ছেত্রী ৷ আধাসেনার নর্দান কমান্ড পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে ৷
শুক্রবার সকালে জম্মুতে রজৌরি থানার অধীনে কর্তব্যরত ছিলেন প্যারা-কম্যান্ডো রেজিমেন্টের রাইফেলম্যান সিদ্ধান্ত ছেত্রী ৷ সেই সময় আচমকাই হামলা চালায় জঙ্গিরা ৷ পালটা জবাবও দেয় সেখানে উপস্থিত বাহিনীর জওয়ানরা ৷ কিন্তু, জঙ্গিদের গুলিতে নিহত হন দার্জিলিংয়ের পুলবাজার ব্লকের কিজোমবস্তির বাসিন্দা সিদ্ধান্ত ৷ এ নিয়ে ভারতীয় সেনার কর্নেল অঞ্জন কুমার বাসুমাতারি বলেন, ‘‘আমাদের কাছে খবর এসেছে ৷ দার্জিলিংয়ের এক বীর সন্তান জম্মুতে শহিদ হয়েছেন ৷ নর্দান কমান্ড বিষয়টি দেখছে ৷’’