পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Darjeeling politics: বেসুরো গুরুং, স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে আমরণ অনশনের হুমকি - দার্জিলিঙের রাজনীতি

স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে আমরণ অনশনের হুমকি বিমল গুরুংয়ের (Darjeeling politics)। 2 এপ্রিল কালিম্পংয়ে মোর্চার নাগরিক কনভেনশনের ডাক দিয়েছেন তিনি (Bimal Gurung calls convention of GJM)। আমন্ত্রিত রাজু বিস্তা, অনিত থাপাও (BJP MP invited in GJM Convention)।

darjeeling-politics-bimal-gurung-calls-convention-of-gjm-bjp-mp-invited
স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি, আমরণ অনশনের হুমকি বিমল গুরুংয়ের

By

Published : Mar 31, 2022, 4:05 PM IST

দার্জিলিং, 31 মার্চ: পাহাড়ে (Darjeeling politics) কী ফের নতুন রাজনৈতিক সমীকরণ ? ফের কী উঠছে পৃথক রাজ্যের দাবি ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফরের মাঝেই এই প্রশ্ন আবার মাথাচাড়া দিয়ে উঠল । পাহাড় সফরে গিয়ে সমস্ত রাজনৈতিক দলকে পাহাড়ের স্বার্থে একত্রিত হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী । খুব দ্রুত জিটিএ নির্বাচনের কথাও জানিয়েছেন । সেখানে বিমল গুরুং (Bimal Gurung calls convention of GJM) ও রোশন গিরির গোর্খা জনমুক্তি মোর্চা জিটিএ নির্বাচন নয়, পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে অনড় । প্রয়োজনে আমরণ অনশনেরও হুমকি দিয়েছেন বিমল গুরুং ।

2 এপ্রিল কালিম্পংয়ে নাগরিক কনভেনশনের ডাক দিয়েছে মোর্চা । আর সেই কনভেনশনে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি সাংসদ রাজু বিস্তাকে (BJP MP invited in GJM Convention)। তালিকায় রয়েছে একদা বিমল গুরুংয়ের সঙ্গী অনিত থাপাও । আর এ সবের কারণেই পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ গড়ে ওঠার ইঙ্গিত মিলেছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর নয় । অন্য সুর শোনা যাচ্ছে বিমল গুরুংয়ের মুখে ।

আরও পড়ুন:Mamata Cooking Momo : প্রাতঃভ্রমণে বেরিয়ে মোমো বানালেন মমতা, গলা মেলালেন গানে

বুধবার দার্জিলিংয়ের মাল্লিধুরার কাঞ্চনজঙ্ঘা স্কুল ময়দানে নারী মোর্চার একটি সভা আয়োজিত হয় । উপস্থিত ছিলেন বিমল গুরুং ও রোশন গিরি-সহ মোর্চার বিশিষ্ট নেতারা । আর সেখানেই বিমল গুরুংয়ের মুখে শোনা যায় উল্টো সুরের কথা । তিনি খোলা মঞ্চ থেকে বলেন, “আমি পাহাড়ে না থাকলেও পাহাড়ে আমার স্বাভিমান ছিল । পাহাড় সমস্যার স্থায়ী সমাধানই আমাদের লক্ষ্য । মুখ্যমন্ত্রীর এই কথা ধরেই আমি পাহাড়ে এসেছি । জিটিএ-র চেয়ারের প্রতি লোভে নয় । প্রয়োজনে পাহাড়ের রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য আমি আমরণ অনশনেও বসব ।"

প্রসঙ্গত, এ দিনই পাহাড় সফর শেষ করে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ দিন ফের বিমল গুরুং বলেন, "আমরা জিটিএ নির্বাচন চাই না । আমরা স্থায়ী রাজনৈতিক সমাধান চাই । সে জন্য নাগরিক কনভেনশন ডাকা হয়েছে । সমস্ত রাজনৈতিক দলকে ডাকা হয়েছে । কে কে থাকবে জানি না । কনভেনশনের পরে আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করব ।"

আরও পড়ুন:Mamata Banerjee North Bengal Tour : উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, হামরো পার্টির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

ABOUT THE AUTHOR

...view details