দার্জিলিং, 24 ডিসেম্বর: অপরাধ দমনে পুলিশকে কৌশল শেখাচ্ছে বলিউড ! এমনকী অপরাধের গতিপ্রকৃতি বুঝতেও সাহায্য করছে বলিউড সিনেমা ? সে রকমই ইঙ্গিত দিল দার্জিলিং জেলা পুলিশ (Darjeeling SP orders cops to watch Bob Biswas)৷ অপরাধ দমনের কৌশল বুঝতে অভিষেক বচ্চন অভিনীত 'বব বিশ্বাস' ফিল্ম (Bob Biswas film) দেখার জন্য পুলিশ কর্মীদের নির্দেশ দিয়েছেন দার্জিলিং (Darjeeling news) জেলা পুলিশ সুপার ।
অপরাধ দমন ও নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশ কর্মীদের কাজের গতি আরও বাড়াতে তৎপর পুলিশ ৷ তবে সেই লক্ষ্যে এবার বলিউডকে অনুসরণ করছে দার্জিলিং জেলা পুলিশ । হিন্দি ছবি 'বব বিশ্বাস' দেখার জন্য ইতিমধ্যে দার্জিলিংয়ের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর জেলার সব পুলিশ কর্মীদের নির্দেশ দিয়েছেন । শুকনা থানাতে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন তিনি । এমনকী নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও ওই ছবির লিঙ্ক শেয়ার করেছেন তিনি ।
আরও পড়ুন:Bob Biswas Trailer Reaction : 'বব বিশ্বাস'-এর ট্রেলার নিয়ে দু'ভাগ টলিপাড়া
সম্প্রতি মুক্তি পেয়েছে অভিষেক বচ্চনের ক্রাইম থ্রিলার বব বিশ্বাস । ওই ছবিতে মাদক পাচার চক্র ও খুনের অপরাধের কথা তুলে ধরা হয়েছে ৷ কাহানির সিরিয়াল কিলার বব বিশ্বাসের বলিউডি ভার্সান দর্শকদের মনে ভালই সাড়া ফেলেছে । এবার এই ছবি দেখিয়ে পুলিশ কর্মীদের অপরাধীদের ধরার কৌশল শেখাতে চাইছে জেলা পুলিশ ৷ পাশাপাশি সমাজে মাদকের প্রভাব কমাতে এবং নিজেদের কাজে গতি আনতে উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার । তিনি জানিয়েছেন, পুলিশ কর্মীদের উৎসাহ বাড়াতে ক্রাইম কনফারেন্সগুলোতেও সিনেমা দেখানো হয় ।
আরও পড়ুন:আমি যা করার করে দিয়েছি,এবার পরীক্ষা অভিষেকের : 'বব বিশ্বাস' প্রসঙ্গে শাশ্বত
এদিকে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দার্জিলিং জেলার খড়িবাড়ি থানা পুলিশ প্রায় 1 কোটি টাকার ব্রাউন সুগার-সহ দু‘জনকে গ্রেফতার করেছে । ধৃত দু‘জনের মধ্যে একজন মহিলা । জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে খড়িবাড়ি ব্লকের পানিট্যাঙ্কির ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে কল্যাণ রায় নামে এক ব্যক্তিকে এক কেজি ব্রাউন সুগার-সহ গ্রেফতার করে পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে মালদার রুলেখা খাতুন নামে আরও এক মহিলার হদিশ মেলে । অভিযান চালিয়ে আরও এক কেজি ব্রাউন সুগার-সহ তাকে গ্রেফতার করা হয় ।