পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Raju Bista : প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত রাস্তা-উড়ালপুল নিয়ে রাজ্যকে কটাক্ষ দার্জিলিংয়ের সাংসদের - রাজু বিস্তা

শনিবার শিলিগুড়িতে প্রবল বৃষ্টিতে মহানন্দা নদীর জলের স্রোতে ক্ষতিগ্রস্ত মাটিগাড়ার বালাসন সেতু পরিদর্শন করেন তিনি ৷

Raju Bista
প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত রাস্তা-উড়ালপুল নিয়ে রাজ্যকে কটাক্ষ দার্জিলিংয়ের সাংসদের

By

Published : Oct 23, 2021, 11:01 PM IST

শিলিগুড়ি, 23 অক্টোবর : বালাসন-সহ প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গের বিভিন্ন সেতু, উড়ালপুল এবং সড়ক ক্ষতিগ্রস্থ হওয়ার পিছনে রাজ্য সরকারকে দায়ী করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। শনিবার শিলিগুড়িতে প্রবল বৃষ্টিতে মহানন্দা নদীর জলের স্রোতে ক্ষতিগ্রস্ত মাটিগাড়ার বালাসন সেতু পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই অভিযোগ তোলেন তিনি।

এদিন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনকে সঙ্গে নিয়ে বালাসন সেতু পরিদর্শন করেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ। তাঁর অভিযোগ, "রাজ্য সরকারের উদাসীনতা ও গাফিলতির কারণেই একের পর এক সেতু, উড়ালপুল ও সড়ক ক্ষতিগ্রস্থ হতে শুরু করেছে। রাজ্য সরকার শুধুমাত্র রাজনীতি করে চলেছে। সময়মতো সেতু ও উড়ালপুলগুলির মেরামত ও সংস্কার করা হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের প্রশ্রয়ে বালি মাফিয়াদের দৌরাত্ম্য এসবের পিছনে রয়েছে।"

প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত রাস্তা-উড়ালপুল নিয়ে রাজ্যকে কটাক্ষ দার্জিলিংয়ের সাংসদের

আরও পড়ুন : Abhishek Banerjee : গোসাবা থেকে গোয়া-ত্রিপুরা জয়ের হুঁশিয়ারি অভিষেকের

তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার তাদের অধীনে থাকা সমস্ত সেতু, জাতীয় সড়ক সময়মতো মেরামত ও সংস্কারের পাশাপাশি উত্তরবঙ্গের, বিশেষত তরাই-ডুয়ার্স এলাকার যোগাযোগ ব্যবস্থার জন্য প্রায় পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। তিনি আরও বলেন, "বর্তমানে বালাসন সেতুর পরিস্থিতি নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকদের সঙ্গে আমার কথা হয়েছে। আগামী কুড়ি পঁচিশ দিনের মধ্যে একটি বেইলি ব্রিজ বালাসন সেতুর নীচে তৈরি করে সমস্যার সমাধান করা হবে। দার্জিলিং মোড়ের যানজট সমাধানের পাশাপাশি ডিসেম্বরেই সেভকের করোনেশন সেতুর কাজে হাত দেবে কেন্দ্র সরকার। কালিম্পং হয়ে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কের কাজও দ্রুত শুরু করা হবে। সব মিলিয়ে পাহাড়, তরাই ও ডুয়ার্স এলাকার যোগাযোগ ব্যবস্থার জন্য প্রায় পাঁচ হাজার কোটি টাকার বরাদ্দ করেছে কেন্দ্র।"

ABOUT THE AUTHOR

...view details