শিলিগুড়ি, 21 সেপ্টেম্বর : করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই শিথিল হয়েছে কড়া বিধিনিষেধ ৷ ধীরে ধীরে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে শুরু হয়েছে পর্যটকদের আনাগোনা ৷ পুজোর আগে উত্তরবঙ্গের পর্যটন ছন্দে ফিরতে শুরু করায় আশায় বুক বাঁধতে শুরু করেছেন পর্যটন ব্যবসায়ীরা ৷ করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পরার আশঙ্কা থাকলেও রাজ্য জুড়ে টিকাকরণের পর করোনার ভ্রুকুটি উপেক্ষা করে উত্তরের পর্যটনের হাল ফিরতে শুরু করেছে । টিকাকরণ সম্পূর্ণ হতেই বাইরে বেরিয়ে পড়েছেন পর্যটকরা ।
পুজোর ছুটির মরসুম শুরু না হলেও ইতিমধ্যেই 90 শতাংশ হোটেল বুকিং হয়ে গিয়েছে । পর্যটকদের বেশ ভাল সাড়া মিলছে পাহাড়, তরাই ও ডুয়ার্সের হোম- স্টেগুলিতেও । রাজ্য ও কেন্দ্র সরকারের ইতিবাচক পদক্ষেপই পর্যটনকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করছে বলে মত একাংশের । পর্যটন সংস্থা সূত্রে জানা গিয়েছে, ধীরে ধীরে হলেও চাহিদা বাড়ছে উত্তরের প্যাকেজ ট্যুরিজমের । বিশেষ করে রাজ্য বনোন্নয়ন নিগম, পর্যটন উন্নয়ন নিগম এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ছোট প্যাকেজ ট্যুরিজমের চাহিদাও বাড়ছে ।
আরও পড়ুন :Bengal Safari : পুজোর মুখে খুলে গেল বেঙ্গল সাফারি পার্ক, খুশির হাওয়া পর্যটন মহলে
রাজ্য সরকারের কাছে পর্যটন সংস্থার আবেদনে সাড়াও মিলেছে । রাজ্যের সমস্ত চিড়িয়াখানা, অভয়ারণ্য, সাফারি পার্ক-সহ সমস্ত পার্ক ও উদ্যান পর্যটকদের জন্য খুলে দিয়েছে সরকার । অন্যদিকে, পর্যটকদের জন্য টয়ট্রেন পরিষেবা ও পাহাড়ে পুনরায় জয় রাইড চালু করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে । এছাড়াও ডুয়ার্সের জন্য ভিস্তাডোম স্পেশাল ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ । সব মিলিয়ে উত্তরের ট্যুরিজম সার্কিট ফের একবার সচল হওয়ায় হাসি ফুটেছে পর্যটক থেকে পর্যটন ব্যবসায়ীদের ।
করোনার জেরে প্রায় দু'বছর ধরে পর্যটন বন্ধ থাকায় মুখ থুবড়ে পড়েছিল উত্তরের পর্যটন শিল্প । অনেকের চাকরি গিয়েছে, আবার বন্ধ হয়েছে অনেক পর্যটন সংস্থা । সব মিলিয়ে ক্ষতি হয়েছে প্রায় আশি কোটি টাকার । সেই অপূরণীয় ক্ষতি সামলে পর্যটন আদৌ ছন্দে ফিরতে পারবে কিনা তা নিয়ে সংশয় ছিল । তবে চলতি বছরেই পর্যটন স্বাভাবিক হওয়ায় সেই ক্ষতিপূরণ না করতে পারলেও পর্যটনশিল্প কিছুটা ধাক্কা সামলে উঠতে পারবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ।