পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুজোর মরশুমে পর্যটকদের স্বাগত জানাতে তৈরি হচ্ছে দার্জিলিং - কোরোনা আতঙ্ক

ঘুরে দাঁড়াতে চাইছে দার্জিলিঙের পর্যটন শিল্প । কোরোনা ভাইরাসের জেরে ধসে যাওয়া পর্যটন শিল্পকে ফের আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাইছে GTA-র পর্যটন বিভাগ । সেজন্য পুজোর মরশুমকে পাখির চোখ করছে তারা । যার প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন থেকেই ।

দার্জিলিং
দার্জিলিং

By

Published : Jun 20, 2020, 4:07 AM IST

দার্জিলিং, 19 জুন : কোরোনার আতঙ্ক কাটিয়ে ফের ঘুরে দাঁড়াতে চাইছে দার্জিলিঙের পর্যটন শিল্প । এর জন্য হোম-স্টে গুলিকে হাতিয়ার করার পরিকল্পনা নেওয়া হয়েছে পর্যটন সংগঠনগুলির তরফে । পুজোর মরশুমকে কাজে লাগাতে চাইছেন হোম-স্টে'র মালিকরাও। তাই এখন থেকেই প্রস্তুতি শুরুর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা । শুক্রবার দার্জিলিঙের লালকুঠিতে পর্যটন শিল্পকে চাঙ্গা করতে GTA আধিকারিকদের সঙ্গে আলোচনা হয় হোম-স্টে মালিকদের ।

বৈঠক শেষে GTA-র পর্যটন বিভাগের সহ অধিকর্তা সুরোজ শর্মা বলেন, "পাহাড়ের অর্থনীতি পর্যটনের উপর দাঁড়িয়ে । কিন্তু কোরোনা ও লকডাউনে পর্যটন শিল্প সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত । লকডাউন শিথিল হতেই পাহাড়ে হোম-স্টে সহ পর্যটন সংস্থাগুলির কাছে ফোন আসতে শুরু করেছে। এখন বর্ষাকাল। পর্যটনের মরশুম নয় । তাও পর্যটকরা দার্জিলিং বেড়াতে আসতে চান ৷ একঘেয়েমি কাটাতে তাঁরা ইতিমধ্যেই বিভিন্ন হোম-স্টের মালিকদের সঙ্গে যোগাযোগ করেছেন ৷ কিন্তু, এখন পর্যন্ত মানুষের মধ্যে কোরোনা সংক্রমণের ভয় রয়েছে । তাই এখন থেকে প্রস্তুতি নিতে হবে ৷ হোটেল, হোম-স্টে মালিকদের সচেতন হতে হবে ৷"

তিনি বলেন, " কীভাবে স্বাস্থ্যবিধি মেনে আবার পর্যটন শিল্পকে চাঙ্গা করা যায়, কী করে কোরোনা ভাইরাস নিয়ে সচেতন হয়ে পর্যটন শিল্পকে ফের চালু করা যায় তা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে ৷ পুজোর মরশুমকে কাজে লাগিয়ে সেপ্টেম্বর-অক্টোবরে পাহাড়ে পর্যটকদের স্বাগত জানাতে তৈরি হচ্ছেন পর্যটন ব্যবসায়ীরা ।"

ABOUT THE AUTHOR

...view details