পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Toy Train Ride in Darjeeling: টয়ট্রেনে বাড়তি জয়রাইড, চালু ইভনিং স্পেশাল ! উৎসবের জন্য তৈরি দার্জিলিং

টয়ট্রেনে বাড়তি জয়রাইড (Toy Train Ride in Darjeeling) আনছে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ (Darjeeling Himalayan Railway)৷ চালু করা হচ্ছে ইভনিং স্পেশাল (Evening Special Toy Train)৷ আসন্ন উৎসবে পর্যটক টানতে তৈরি পাহাড় ৷

ETV Bharat
দার্জিলিং টয়ট্রেনের ছবি

By

Published : Dec 19, 2022, 8:18 PM IST

টয়ট্রেনের বাড়তি রাইড আনছে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ

শিলিগুড়ি, 19 ডিসেম্বর: বড়দিন ও ইংরেজি নতুন বছর উপলক্ষে উপহার দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষের (Darjeeling Himalayan Railway)। পর্যটকদের জন্য বাড়তি চারটি টয়ট্রেন জয়রাইড (Toy Train Ride in Darjeeling) চালানোর পাশাপাশি চালু করা হচ্ছে ইভনিং রাইড স্পেশাল । এমনই সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর)।

নিউ জলপাইগুড়ি থেকে সুকনা পর্যন্ত চলবে স্পেশাল টয়ট্রেন (Evening Special Toy Train)। তবে যাত্রী ভাড়া বেশি রাখায় পরিষেবার সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন ট্যুর অপারেটর থেকে পর্যটকরা । ওই বিষয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধিকর্তা প্রিয়াংশু বলেন, "এই মুহূর্তে দার্জিলিং থেকে ঘুম - আটটি জয়রাইড চলছে । তবে বড়দিন ও নিউ ইয়ারের কথা মাথায় রেখেই বাড়তি আরও 4টি টয়ট্রেন চালানো হবে । পাশাপাশি এনজেপি থেকে সুকনা পর্যন্ত সাময়িক ইভিনিং স্পেশাল রাইড রাখা হয়েছে । এতে স্থানীয় মানুষরাও চড়ার সুযোগ পাবেন ।"

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 23, 24, 25, 26 ও 30, 31ডিসেম্বর এবং 1, 2 জানুয়ারি শিলিগুড়ি জাংশন থেকে সুকনা পর্যন্ত বিকেলে ডিজেল টয়ট্রেন রাইড চালানো হবে । ট্রেনটি বিকেল 5টায় ছেড়ে 6টা 10 মিনিটে সুকনা পৌঁছবে । সেখানে 20মিনিটের বিরতি । সেখানে থাকবে টিফিনের ব্যবস্থা ও সেলফি জোন । তারপর ওই ট্রেনটি ফের 6টা 30 মিনিটে ছেড়ে 7টা 30 মিনিটে এনজেপি পৌঁছে যাবে । ওই জয়রাইডের ভাড়া 1 হাজার 200 টাকা ধার্য করা হয়েছে ।

এ ছাড়া পাহাড়ে দার্জিলিং থেকে ঘুম - এখন আটটি জয়রাইড চলছে । পর্যটকদের সুবিধার্থে 22 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত বাড়তি আরও চারটি টয়ট্রেন চালানো হবে । পাহাড়ে পর্যটকরা এলেই নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং টয়ট্রেনে না গেলেও পাহাড়ে গিয়ে তাঁরা জয়রাইডে চড়েই থাকেন । বেশ চাহিদা রয়েছে এই জয়রাইডের । অনেক সময় টিকিট পাওয়া দুষ্কর হয়ে যায় । তাই রেল আরও চারটি বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে । যাতে কোনও পর্যটক নিরাশ না হন ।

আরও পড়ুন:বড়দিনের আগে বাতিল জোড়া টয়ট্রেন, রেলের সিদ্ধান্তে চিন্তায় পর্যটন মহল

তবে ইভনিং রাইড নিয়ে সংশয় প্রকাশ করেছেন ট্যুর অপারেটররা । হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "এর আগেও একইভাবে জঙ্গল টি সাফারি পরিষেবা চালু করেছিল ডিএইচআর । সেই পরিষেবা কিন্তু সফল হয়নি । পরবর্তীতে সেটা বন্ধ করে দিতে হয় । এ বার আরেকটি চালু করা হয়েছে । উদ্যোগ ভালো হলেও এত চড়া ভাড়ায় পর্যটক মিলবে কি না সংশয় রয়েছে । কর্তৃপক্ষের উচিত ছিল একবার পর্যটন সংস্থাগুলোর সঙ্গে আলোচনা কিংবা মার্কেট গবেষণা করে নেওয়া ।"

ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মৈত্র বলেন, "এনজেপি থেকে সুকনা পর্যন্ত রাইডের জন্য 1200 টাকা ভাড়া অতিরিক্ত । এই পরিষেবাও কতটা চলবে তা নিয়ে সন্দেহ আছে । কারণ ওই ধরনের জয়রাইড মূলত স্থানীয় মানুষ কিংবা লোকাল পর্যটকরাই চড়ে থাকেন । এত বেশি ভাড়া রাখলে অনেকেই চলতে চাইবেন না ।"

ABOUT THE AUTHOR

...view details