পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Darjeeling Toy Train: রাতের মায়াবী আলোতেও শৈলরানিতে ছুটবে টয়ট্রেন - ঘুম ফেস্টিভেল

দার্জিলিং মানেই টাইগার হিল। দার্জিলিং মানেই পাহাড়ের গা-ঘেঁষা সবুজ চায়ের বাগান। আর দার্জিলিং মানেই পাহাড়ের কোল দিয়ে আঁকাবাঁকা পথে ছুটে চলা খেলনা গাড়ি অর্থাৎ টয়ট্রেন (Toy Train) । এবার পর্যটক টানতে অভিনব উদ্যোগ দার্জিলিং হিমালয়ান রেলের। রাতের অন্ধকারে কুয়াশা মোড়া শৈলরানিতে ছুটবে টয়ট্রেন।

Darjeeling Toy Train
শৈলরানীতে টয়ট্রেন মিলবে এবার দিবা-নিশি

By

Published : Nov 9, 2022, 7:00 PM IST

Updated : Nov 9, 2022, 7:33 PM IST

দার্জিলিং, 9 নভেম্বর: দার্জিলিংয়ের টয়ট্রেন (Darjeeling Toy Train) চড়তে রাজ্যের বা দেশের নয়, বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন বহু পর্যটক। আর আসবেন নাই বা কেন? ইউনেসকোর হেরিটেজ শিরোপাধারী টয়ট্রেন তো আর সব জায়গায় চলে না। পাশপাশি এই জায়গায় নব্বইয়ের দশকের জনপ্রিয় সিনেমাগুলির শ্যুটিংও হয়েছে ৷ তারমধ্যে বরসাত, আরাধনা, অনুসন্ধান ও অন্যান্য আরও সিনেমায় এই হিল, চায়ের বাগান আর টয়ট্রেনের (Toy Train) দৃশ্যতেই ভরে উঠেছে ৷

এমনিতে পর্যটকদের মধ্যে টয়ট্রেনের চাহিদা ব্যাপক। তার মধ্যে এখন ভরা পর্যটনের মরশুম। এমতাবস্থায় টয়ট্রেনের টিকিট মেলাই দায়। তাই এখন পর্যটকদের জন্য অভিনব উদ্যোগ নিয়ে এল দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ। দিনের পাশাপাশি এবার রাতেও ছুটবে টয়ট্রেন। এবার রাতের অন্ধকারে ঘন কুয়াশার চাদরে মোড়া পাহাড়ের বুকে হুইসেল বাজিয়ে ছুটবে টয়ট্রেন। মূলত ঘুম ফেস্টিভ্যালে এই পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে ডিএইচআর কর্তৃপক্ষ। আর কর্তৃপক্ষের ওই উদ্যোগে উৎফুল্ল পর্যটনমহল।

আরও পড়ুন:একইসঙ্গে ভূমিষ্ঠ হল 6টি লাল পান্ডা, দার্জিলিং চিড়িয়াখানার মুকুটে নয়া পালক !

12 নভেম্বর থেকে দার্জিলিংয়ে শুরু হচ্ছে ঘুম ফেস্টিভ্যাল (Ghum Festival)। চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। নাইট জয় রাইডের পাশাপাশি থাকবে লোক সংস্কৃতির নাচ, গান, ব্যান্ড-সহ অন্যান্য অনুষ্ঠান। দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর প্রিয়াংশু বলেন, "ঘুম ফেস্টিভ্যালের কথা মাথায় রেখে আমরা নাইট জয় রাইড পরিষেবা চালু করছি। অনেক সময় অনেক পর্যটক পাহাড়ে ঘুরতে গেলেও জয় রাইডের টিকিট পান না। অনেকে আবার রাতে ঘুরতে চান। সেই চাহিদার কথা মাথায় রেখে আমরা ওই পরিষেবা চালু করছি। আপাতত সপ্তাহে একদিন করে চলবে। পরে চাহিদা বাড়লে নাইট জয় রাইডের সংখ্যা বাড়ানো হবে।"

হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "এটা খুব ভালো উদ্যোগ। আমরা চাইছিলাম এই ধরনের অভিনব পরিষেবা ডিএইচআর চালু করুক। এতে পর্যটকরা আরও বেশি আকৃষ্ট হবে।" মুম্বই থেকে আগত পর্যটক পরেশ সাহা বলেন, "রাতেও এই পরিষেবা চালু করা সত্যিই খুব ভালো হবে। অনেক পর্যটক রাতেও টয়ট্রেন চড়তে চান।"

রাতের অন্ধকারে কুয়াশা মোড়া শৈলরানীতে ছুটবে টয়ট্রেন

আরও পড়ুন:পুজোর আগেই শুরু হল টয়ট্রেন পরিষেবা, বাড়ানো হল ভিস্তাডোম কোচের সংখ্যা

ডিএইচআর সূত্রে জানা গিয়েছে, এখন দার্জিলিংয়ে মোট 12টি জয় রাইড চলে থাকে। এছাড়াও শিলিগুড়ির, নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে কার্শিয়াং, তিনধারিয়া পর্যন্ত টয়ট্রেন পরিষেবা চলে থাকে। ঘুম ফেস্টিভেলের সময় সপ্তাহে এক দিন করে চলবে ওই জয় রাইড। প্রতি শনিবার রাত ছ'টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত পাওয়া যাবে এই জয় রাইড পরিষেবা। দার্জিলিং রেল স্টেশন থেকে ঘুম পর্যন্ত 10 কিলোমিটার যাত্রাপথ। মাঝে বাতাসিয়া লুপে 15 মিনিটের বিশ্রাম। এরপর ঘুম স্টেশনে 25 মিনিটের বিশ্রাম। তারপর সেখান থেকে আবার দার্জিলিং স্টেশন ফেরত। সব মিলিয়ে এবার রাতের খেলনা গাড়ি চড়ার মজা উপভোগ করতে পারবেন পর্যটকরা।

Last Updated : Nov 9, 2022, 7:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details