পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দার্জিলিঙে মমতা, অমিত শাহের সভায় আমন্ত্রণ জানাতে কালিম্পঙে কৈলাস - kailash

আগামীকাল দার্জিলিংয়ে পাহাড়ে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার জন্য আজই দার্জিলিং পৌঁছে গেছেন তিনি। এদিকে কালিম্পংয়ের গ্রাহাম হোমসে নির্বাচনী সভা করবেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

By

Published : Apr 10, 2019, 8:33 PM IST

Updated : Apr 10, 2019, 9:29 PM IST

দার্জিলিং, 10 এপ্রিল : আগামীকাল পাহাড়ে যুযুধান। দুই দলের শীর্ষ নেতার নির্বাচনী সভা ঘিরে জোর প্রস্তুতি চলছে। আগামীকাল দার্জিলিংয়ে পাহাড়ে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার জন্য আজই দার্জিলিং পৌঁছে গেছেন তিনি। এদিকে কালিম্পংয়ের গ্রাহাম হোমসে নির্বাচনী সভা করবেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

সভা ঘিরে দুই দলের তরফেই জোর প্রস্তুতি চলছে। আজ কালিম্পংয়ে অমিত শাহের সভাস্থান ঘুরে দেখেন BJP-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। আজ সন্ধ্যায় কালিম্পংয়ে দোকানে দোকানে গিয়ে অমিত শাহের সভায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানান তিনি। এর আগে শিলিগুড়িতে নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ জানাতেও একইভাবে জনসংযোগের পথ বেছে নিয়েছিলেন কৈলাস।

এদিকে দার্জিলিং মোটরস্ট্যান্ডে আগামীকাল সকাল এগারোটায় তৃণমূল নেত্রীর সভা ঘিরে জোর প্রস্তুতি তৃণমূল কর্মীদের। দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ ১৮ এপ্রিল। তার আগে পাহাড়ে প্রচারে ঝড় তুলতে একইদিনে দুই হেভিওয়েট নেতা-নেত্রীর নির্বাচনী সভা ঘিরে তেতে উঠেছে পাহাড়। দার্জিলিং ও কালিম্পংয়ে দুই সভা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করেছে পুলিশ। ভোটের আগে এই দুই নেতা-নেত্রী কী বলেন সেদিকে এখন তাকিয়ে পাহাড়।

Last Updated : Apr 10, 2019, 9:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details