কার্শিয়াং, 21 জুন: রাজ্যপালের উদ্দেশ্যে পাহাড় থেকে সমতলে উঠল 'গো ব্যাক’ স্লোগান । কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের । সোমবার দিল্লি থেকে ফিরেই সস্ত্রীক উত্তরবঙ্গ সফরে যান রাজ্যপাল জগদীপ ধনকড় । বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা দার্জিলিংয়ের রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন তিনি । রাজ্যপাল পাহাড়ে যাওয়ার পথে দু‘-তিন জায়গায় তাঁর উদ্দেশ্যে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ।
এদিন শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার খাপরাইল এলাকায় কালো পতাকা দেখিয়ে 'গো ব্যাক স্লোগান' দিতে দেখা যায় মাটিগাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীদের । পাশাপাশি কার্শিয়াং মহকুমার শিমুলবাড়ি সংলগ্ন রোহিণী গেটে রাজ্যপালকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান হিল তৃণমুল কংগ্রেসের কার্শিয়াং ব্লক শাখার কর্মী-সমর্থকরা । এরপর কার্শিয়াং মোটরস্ট্যান্ডেও একইভাবে 'গো ব্যাক স্লোগান' দিয়ে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান হিল তৃণমূল কর্মীরা ।