শিলিগুড়ি, 23 মে: বাজি নিয়ে আগেই পদক্ষেপের নির্দেশ দিয়েছিল নবান্ন । আর মঙ্গলবার ভোরে মালদার বাজির গুদামে আগুন লাগার ঘটনার পর আরও তৎপর হল রাজ্য সরকার । আর রাজ্যের নির্দেশের পরই নড়েচড়ে বসল দার্জিলিং জেলা প্রশাসন ও শিলিগুড়ি পৌরনিগম । মালদার ইংরেজবাজারে বাজির গুদাম থেকে বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি ।
এই ধরনের ঘটনা যাতে আর কোনওভাবেই কোথাও না ঘটে তার জন্য এখন থেকেই তৎপরতা শুরু করেছে পুলিশ প্রশাসন । তবে দার্জিলিং জেলা কিংবা শিলিগুড়িতে বাজি কারখানা না-থাকায় কিছুটা হলেও স্বস্তিতে প্রশাসন । তবে প্রশাসনের চোখের আড়ালে কোথাও বাজি অবৈধভাবে মজুত রয়েছে কি না, তার জন্য এখন থেকেই পদক্ষেপ শুরু করা হচ্ছে বলে জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম ।
এই বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, "শিলিগুড়ির পৌর এলাকায় কোথাও বাজি তৈরির কারখানা নেই । তবে কিছু দোকান রয়েছে । আদালতের গাইডলাইন ও রাজ্যের যা নির্দেশিকা রয়েছে তা কঠোরভাবে মানা হবে । এরপরেও কোনও অবৈধ বাজি কোথাও মজুত রয়েছে কি না, সেটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে । এই বিষয়ে পুলিশ, প্রশাসন ও দমকলকে নিয়ে বৈঠক করা হবে ।"