দার্জিলিং, 4 মে:টাইগার হিল ঘুরতে গেলে এবার থেকে পর্যটকদের এইসব নিয়ম মানা বাধ্যতামূলক। না-হলে গুনতে হবে মোটা টাকা জরিমানা। এমনটাই নির্দেশিকা জারি করল দার্জিলিং জেলা পুলিশ-প্রশাসন ও জিটিএ। মূলত শৈলরানিতে পর্যটকদের ভিড়ে রাশ টানতে বৃহস্পতিবার থেকে এই নিয়ম লাগু করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শুধু পর্যটকদের জন্যই নয়। গাড়ি চালকদেরও মানতে হবে বেশ কয়েকটি নিয়ম। না-হলেই যেতে পারে মোটা টাকা গচ্ছা।
সামনেই গরমের ছুটির মরশুম। কিন্তু এখন থেকেই পাহাড়ে পর্যটকদের বিপুল ঢল নেমেছে। পর্যটকের সমাগমে ভরা পাহাড়। আর সামনেই ছুটির মরশুমে ভিড় দ্বিগুণ হবে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। পাশপাশি প্রশাসনিক সূত্রের খবর, গত 2019 সালে দার্জিলিং জেলা পুলিশের তরফে টাইগার হিলের গাড়ি নিয়ন্ত্রণ শুরু করা হয়। যানজট, গাড়ি নিয়ন্ত্রণ এবং গোলমাল ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেজন্যই ছ'টা থেকে সাতটি নতুন নিয়ম লাগু করেছে প্রশাসন ৷ ইতিমধ্যে সেই নিয়ম কড়া হাতে বাস্তবায়িত করতে দার্জিলিং জেলা পুলিশের ট্রাফিক বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।