পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tiger Hill: ছুটি কাটাতে টাইগার হিল যাওয়ার পরিকল্পনা করছেন? মাথায় রাখুন নয়া নির্দেশিকাগুলি... - টাইগার হিল দর্শনে পর্যটকদের মানতে হবে এইসব নিয়ম

এখন থেকে টাইগার হিল দর্শনে পর্যটকদের মানতে হবে এইসব নিয়ম ৷ না-হলে সমস্যার পাশাপাশি গুনতে হবে মোটা টাকা জরিমানা ৷ নিয়মগুলি জেনে নিন...

Tiger Hill
টাইগার হিল

By

Published : May 4, 2023, 2:30 PM IST

দার্জিলিং, 4 মে:টাইগার হিল ঘুরতে গেলে এবার থেকে পর্যটকদের এইসব নিয়ম মানা বাধ্যতামূলক। না-হলে গুনতে হবে মোটা টাকা জরিমানা। এমনটাই নির্দেশিকা জারি করল দার্জিলিং জেলা পুলিশ-প্রশাসন ও জিটিএ। মূলত শৈলরানিতে পর্যটকদের ভিড়ে রাশ টানতে বৃহস্পতিবার থেকে এই নিয়ম লাগু করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শুধু পর্যটকদের জন্যই নয়। গাড়ি চালকদেরও মানতে হবে বেশ কয়েকটি নিয়ম। না-হলেই যেতে পারে মোটা টাকা গচ্ছা।

সামনেই গরমের ছুটির মরশুম। কিন্তু এখন থেকেই পাহাড়ে পর্যটকদের বিপুল ঢল নেমেছে। পর্যটকের সমাগমে ভরা পাহাড়। আর সামনেই ছুটির মরশুমে ভিড় দ্বিগুণ হবে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। পাশপাশি প্রশাসনিক সূত্রের খবর, গত 2019 সালে দার্জিলিং জেলা পুলিশের তরফে টাইগার হিলের গাড়ি নিয়ন্ত্রণ শুরু করা হয়। যানজট, গাড়ি নিয়ন্ত্রণ এবং গোলমাল ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেজন্যই ছ'টা থেকে সাতটি নতুন নিয়ম লাগু করেছে প্রশাসন ৷ ইতিমধ্যে সেই নিয়ম কড়া হাতে বাস্তবায়িত করতে দার্জিলিং জেলা পুলিশের ট্রাফিক বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

টাইগার হিল ঘুরতে গেলে এবার থেকে পর্যটকদের এইসব নিয়ম মানা বাধ্যতামূলক

কী সেইসব নিয়মগুলি-

  • এখন থেকে টাইগার হিল দর্শনে 50 টির বেশি পারমিট দেওয়া হবে না। যারা আগে আবেদন করবে সেই ভিত্তিতেই মিলবে পারমিট।
  • দার্জিলিং, সিকিম ও শিলিগুড়ির নম্বরের গাড়ি অগ্রাধিকার দেওয়া হবে। শুধুমাত্র কমার্শিয়াল গাড়ি বা ট্যাক্সিকে অনুমোদন দেওয়া হবে। নিজস্ব বা প্রাইভেট নম্বরের গাড়ি নিয়ে গেলে সেখানে পার্কিং রাখতে হবে তারপর অন্য গাড়ি নিয়ে যেতে হবে।
  • গাড়ির কাগজ আপ-টু-ডেট থাকতে হবে। কাগজে গরমিল থাকলে মিলবে না পারমিট। শুধু তাই নয়। গুনতে হবে জরিমানাও।
  • গাড়ি চালকের লাইসেন্স, গাড়ির ফিটনেস, আরসি বুক সঠিক থাকতে হবে।
  • প্রতিদিন সকাল আটটা থেকে সকাল ছ'টা পর্যন্ত মিলবে অগ্রিম টোকেন।
  • আবার অগ্রিম টোকেন সংগ্রহ করে কোনও গাড়ি না-গেলে তাকে কালো তালিকাভুক্ত বা ব্ল্যাক লিস্টেড করা হবে ৷

এই সংক্রান্ত কোনও তথ্য বা অনুসন্ধানের জন্য জোরবাংলো ট্রাফিক বিভাগে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন:দার্জিলিংয়ের চিড়িয়াখানায় দেখা মিলবে সাইবেরিয়ার বাঘের, থাকছে আরও চমক

ABOUT THE AUTHOR

...view details