পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dengue Death in Siliguri: ডেঙ্গিতে মৃত্যু! শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও করে বিক্ষোভ সিপিএমের - শিলিগুড়িতে ডেঙ্গিতে মৃত্যু

ডেঙ্গি আক্রান্ত হয়ে শহরে এই যুবকের মৃত্যু ৷ তাতেই ডেঙ্গি প্রতিরোধে গাফিলতির অভিযোগ তুলে পৌরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখাল সিপিএম ৷

Etv Bharat
শিলিগুড়িতে ডেঙ্গিতে মৃত্যুর জেরে সিপিএমের বিক্ষোভ

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 6:02 PM IST

শিলিগুড়িতে ডেঙ্গিতে মৃত্যুর জেরে সিপিএমের বিক্ষোভ

শিলিগুড়ি, 8 নভেম্বর: শহরে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর পরই শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখাল সিপিএম । বুধবার সকালে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপ্পা রায় নামে এক যুবকের । আর সেই যুবকের মৃত্যুর পরই শিলিগুড়ি পৌরনিগমের বিরুদ্ধে ডেঙ্গি প্রতিরোধে গাফিলতির অভিযোগ তুলে পৌর কমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় সিপিএম ।

অভিযোগ, শহরে ক্রমাগত ডেঙ্গির প্রকোপ বাড়ছে । কিন্তু তা প্রতিরোধে কোনওরকম পদক্ষেপ করছে না পৌর কর্তৃপক্ষ । একাধিকবার সেই বিষয়ের অবগত করা হলে পরেও হেলদোল নেই বর্তমান বোর্ডের । শুধু তাই নয়, আগামীতে ডেঙ্গিতে মৃত্যু হলেও বর্তমান বোর্ড এবং স্বাস্থ্য বিভাগ তথ্য গোপন করবে বলেও এদিন আশঙ্কা প্রকাশ করেছে বাম নেতৃত্ব ।

পৌরনিগম সঠিক সময়ে পদক্ষেপ করেনি দেখেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে শহরে । আগামীতে যদি ডেঙ্গি প্রতিরোধে পৌরনিগম পদক্ষেপ না-করে তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বামেরা । এদিন পরিষদীয় দলনেতা তথা কাউন্সিলর মুন্সি নুরুল ইসলাম বলেন, "একাধিকবার আমরা ডেঙ্গি নিয়ে সচেতন করেছিলাম বর্তমান বোর্ডকে । কিন্তু শোনেনি । পৌর এলাকায় কতজন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে, তা জানানো হচ্ছে না । এবার মৃত্যু হল । আমাদের আশঙ্কা এবার তথ্য গোপন করা শুরু হবে । আমাদের পুলিশ দিয়ে আজ আটকানো হল । কিন্তু আমরা রাস্তায় নামলে আমাদের আটকানো যাবে না । অবিলম্বে ডেঙ্গি প্রতিরোধে পদক্ষেপ করতে হবে । প্রতিদিন সাফাইকর্মী আসছে না । সাফাই কর্মী নিয়োগের কথা জানানো হয়েছে ।"

আরও পড়ুুন : ডেঙ্গি হলে উপকারী এই জুসগুলি ! জেনে নিন কী কী খাবেন

ABOUT THE AUTHOR

...view details