শিলিগুড়ি, 2 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় বাজেটে উল্লেখ নেই স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত অর্থনীতির । সেকারণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে স্বনির্ভর গোষ্ঠীর কথা মাথায় রেখে চিঠি দিলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য ।
আজ শিলিগুড়ি পৌরনিগমে সাংবাদিক বৈঠক করেন অশোক ভট্টাচার্য । তিনি বলেন, "কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বড় বড় শিল্পপতির ঋণ মকুব অথবা ছাড় দিচ্ছে কেন্দ্রীয় সরকার । কিন্তু কেন্দ্রীয় বাজেটে স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত অর্থনীতির কোনও উল্লেখ নেই । স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ঋণ নিয়েও কোরোনা পরিস্থিতির কারণে তা শোধ করতে পারেননি । প্যানডেমিকের জেরে বড়সড় ধাক্কা খেয়েছে ক্ষুদ্র শিল্পগুলি ।
অর্থমন্ত্রীকে পাঠানো চিঠি আরও পড়ুন : ভেকধারী সরকারের ফেকধারী বাজেট, কেন্দ্রকে আক্রমণ মমতার
তিনি আরও বলেন, "কেন্দ্রের উচিত এই বিষয়গুলি নিয়ে চিন্তা করা । অন্তত তাদের ঋণ পরিশোধের সময়সীমা বাড়াতে হবে এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে । এই দাবিতে কেন্দ্রীয়মন্ত্রীকে চিঠি দিয়েছি ।" পাশাপাশি ওই বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনওরকম সাহায্য করছে না বলেও অভিযোগ তুলেছেন তিনি ।
নির্মলা সীতারমনকে চিঠি অশোকের শিলিগুড়ি পৌরনিগমের অধীন 1 হাজার 700 স্বনির্ভর গোষ্ঠী রয়েছে । যার সদস্য 27 হাজার এবং পাঁচটি কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি রয়েছে । গত আর্থিক বছরে ওই গোষ্ঠীগুলি 18 কোটি টাকা ব্যাঙ্ক থেকে ক্ষুদ্র শিল্পের জন্য ঋণ নিয়েছে । ঋণ পরিশোধ করার সময়সীমা দশ মাস । কিন্তু কোরোনা পরিস্থিতির কারণে ক্ষুদ্র শিল্পে ধাক্কা খাওয়ায় সেই ঋণ শোধ করতে পারছে না গোষ্ঠীর সদস্যরা ।সেজন্য কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য । ঋণ পরিশোধের সময়সীমা দশ মাসের পরিবর্তে অন্তত 20 মাস করা হোক, এই আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন তিনি ।