শিলিগুড়ি, 7 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়িতে মৃত্যু হল আরও 8 জনের । আক্রান্ত হয়েছেন 43 জন ৷ যাদের মধ্যে রয়েছেন IG পদমর্যাদার এক পুলিশ আধিকারিক ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, মৃত আট জনের মধ্যে চার জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি ছিলেন এবং সেখানেই মারা যান ৷ বাকিরা মারা যান মাটিগাড়ার কোভিড হাসপাতালে । মৃতদের মধ্যে মাটিগাড়া কোভিড হাসপাতালে মারা যান সংশ্লিষ্ট অঞ্চলের খাপরাইল এলাকার এক গৃহবধূ, দার্জিলিং পাহাড়ের লেবংয়ের এক বৃদ্ধা, শিলিগুড়ি পৌরনিগমের 39 নম্বর ওয়ার্ডের হায়দারপাড়ার এক প্রবীণ এবং 38 নম্বর ওয়ার্ডের ব্যক্তির । অন্যদিকে, শিলিগুড়ি পৌরনিগমের 32 নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লির এক বৃদ্ধ, নকশালবাড়ি ব্লকের বীরসিংজোতের এক ব্যক্তি, শিলিগুড়ি পৌরনিগমের 30 নম্বর ওয়ার্ডের দেশবন্ধুপাড়ার আর এক বৃদ্ধ এবং কিশানগঞ্জের এক যুবক উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের রেসপিরেটরি ইন্টেনসিভ কেয়ার ইউনিট (SARI) এবং আইসোলেশন ওয়ার্ডে মারা যান ।