শিলিগুড়ি, 30 এপ্রিল : করোনা আবহে রাজ্যে আট দফার ভোটগ্রহণ শেষ হয়েছে । এবার গণনার প্রহর গুণছে প্রতিটি রাজনৈতিক দল । কিন্তু এরই মাঝে করোনার সংক্রমণ যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে যথেষ্ট উদ্বিগ্ন নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন । গণনা কেন্দ্র থেকে যাতে করোনার সংক্রমণ বৃদ্ধি না পায় তার জন্য আগে ভাগে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন ।
ইতিমধ্যে গণনা কেন্দ্রে প্রবেশ করতে হলে করোনা রিপোর্ট নিগেটিভ থাকার নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন । সেই মতো এদিন থেকেই গণনা কেন্দ্রে প্রত্যেক রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্ট এবং ভোটকর্মীদের কোভিড পরীক্ষা শুরু হয়েছে । তবে করা হচ্ছে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট । শিলিগুড়ি কলেজ গণনা কেন্দ্রে এদিন দেখা গিয়েছে প্রার্থী থেকে কাউন্টিং এজেন্টদের পরীক্ষা করাতে ।
শিলিগুড়ি কলেজে ফাঁসিদেওয়া, শিলিগুড়ি এবং মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের গণনা হবে । পাশাপাশি পাহাড় এলাকার দুই বিধানসভা কেন্দ্র কার্শিয়াং এবং দার্জিলিংয়ের জন্য দার্জিলিং গভর্নমেন্ট কলেজে গণনা হবে । প্রত্যেক বিধানসভা অনুযায়ী কাউন্টিং এজেন্ট এবং গণনার কর্মীদের জন্য আলাদা আলাদা কোভিড পরীক্ষার কেন্দ্র করা হয়েছে । শুধু তাই নয় । ইতিমধ্যে বেশ কয়েকজন কাউন্টিং এজেন্ট এবং ভোট কর্মীর রিপোর্ট পজ়িটিভও এসেছে । তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে জেলার স্বাস্থ্য বিভাগের তরফে ।