শিলিগুড়ি, 9 জানুয়ারি :মারণভাইরাসে আক্রান্ত হলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক । পাশাপাশি নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন হাসপাতালের আরও সাত স্বাস্থ্যকর্মী । সব মিলিয়ে এই মুহূর্তে হাসপাতালের 60 শতাংশ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত (Covid spreads massively in North Bengal Medical College) । যার ফলে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে অস্ত্রোপচার ।
এর আগে স্টুডেন্ট এফেয়ার্সের ডিন সন্দীপ সেনগুপ্ত, কলেজের প্রিন্সিপাল ইন্দ্রজিৎ সাহা, শিশু বিভাগের বিভাগীয় প্রধান মধুমিতা নন্দী, প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান কল্যাণ খাঁ, রেডিওলজি, ল্যাবরেটরি, সুপারের কার্যালয়ের পাঁচ আধিকারিক, নার্স-সহ হাসপাতালের 81 জন করোনায় আক্রান্ত হয়েছেন । যার ফলে একপ্রকার হাসপাতাল পরিচালনাই এখন সমস্যার মুখে এসে দাঁড়িয়েছে । ফলে সাময়িকভাবে অস্ত্রোপচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।