শিলিগুড়ি, 30 নভেম্বর: শিলিগুড়িতে দম্পতির রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য (Couple Body Recovered in Siliguri) ৷ শিলিগুড়ি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লি এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ এদিন সকালে বেডরুম থেকে উজ্জ্বল কুমার সিনহা (30) এবং তাঁর স্ত্রী দেবলীনা সরকার সিনহার (28) দেহ উদ্ধার হয়েছে ৷ কীভাবে মৃত্যু হল দু’জনের তা জানতে দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে ৷ জানা গিয়েছে, উজ্জ্বল কুমার সিনহা বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে থাকতেন ৷ তিনি পেশায় গৃহশিক্ষক ছিলেন ৷ তাঁর স্ত্রী আঁকা শেখাতেন ৷
পুলিশ সূত্রে খবর, আজ সকালে উজ্জ্বল এবং তাঁর স্ত্রী ঘর থেকে না বেরনোয়, দেবলীনার মা শিপ্রা সরকার ঘরের দরজা ধাক্কা দেন ৷ কিন্তু, ভিতর থেকে কোনও সাড়া পাননি তাঁরা ৷ এর পরেই দেবলীনার দিদি দেবারতিকে খবর দেন শিপ্রা সরকার ৷ তিনি বাড়িতে পৌঁছে ডাকাডাকি করেন ৷ কিন্তু, তখনও ঘরের দরজা না খোলায় খবর দেওয়া হয়, কাঠের মিস্ত্রিকে ৷ এর পর ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকলে দু’জনকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৷ তাঁদের ডাকাডাকি করলেও কোনও সাড়া পাওয়া যায়নি ৷ জানা গিয়েছে, উজ্জ্বল সিনহার দেহ বিছানায় পড়েছিল এবং দেবলীনা সরকার সিনহার দেহ ঘরের মেঝেতে পড়েছিল ৷