শিলিগুড়ি, 4 ডিসেম্বর: মাঝরাতে দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ ভাড়াটিয়া যুবকের ৷ ঘটনায় মৃত্যু হয়েছে মহিলার (Couple Attacked by Tenant Boy in Siliguri Woman Dead) ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আক্রান্ত ব্যক্তি ৷ শনিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌরনিগমের 2 নম্বর ওয়ার্ডের কুলিপাড়ার সাউথ আম্বেদকর কলোনি এলাকায় ৷ মৃতের নাম গঙ্গা ছেত্রী, বয়স 40 বছর ৷ আহত ব্যক্তির নাম মহম্মদ শাহজাদ, বয়স 50 বছর ৷ অভিযুক্ত ভাড়াটিয়া বছর 22-এর বিকাশ পাঞ্জিয়ার ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ৷
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছেন ৷ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদি ৷ তদন্তকারী পুলিশ কর্তাদের সঙ্গে কথাও বলেন তিনি ৷ পুলিশ কমিশনার বলেন, ‘‘প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বিকাশ পাঞ্জিয়ার নামে ভাড়াটিয়াকে ওই ঘর থেকে পালাতে দেখা গিয়েছে ৷ তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷ একজনের মৃত্যু হয়েছে ৷’’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হঠাৎই শাহজাদ এবং তাঁর স্ত্রী'র চিৎকার শুনতে পান প্রতিবেশীরা ৷ চিৎকার শুনে ঘরের বাইরে এসে দেখেন, ভাড়াটিয়া ওই যুবক ঘর থেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছেন ৷ এরপর প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখতে পান, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন গঙ্গা ছেত্রী এবং মহম্মদ শাহজাদ ৷ স্থানীয়দের কাছ থেকে ঘটনাটি শুনে দ্রুত সেখানে যান ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয় পাঠক ৷ তিনি একটি গাড়িতে করে দু’জনকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠান ৷