পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চব্বিশ ঘণ্টায় 12, দার্জিলিঙে বাড়ছে কোরোনা সংক্রমণ - corona virus

দার্জিলিঙে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ একই দিনে 12 জনের পজেটিভ ধরা পড়ায় চিন্তা বেড়েছে প্রশাসনের ৷ এদিকে GTA এলাকায় কোরোনা পরীক্ষার ব্যবস্থা করার দাবিকে সমর্থন করল তৃণমূল কংগ্রেস ।

Corona
Corona

By

Published : Jun 6, 2020, 5:08 AM IST

দার্জিলিং, 6 জুন : কোরোনা সংক্রমিতের সংখ্যা হু হু করে বাড়ছে দার্জিলিং জেলায় । গত চব্বিশ ঘণ্টায় এই জেলায় নতুন করে 12 জনের শরীরে কোরোনা ভাইরাস পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পুনমবালম । এর মধ্যে দার্জিলিং পাহাড়ে পাঁচ জন । সমতলের ফাঁসিদেওয়ার দু'জন, খড়িবাড়িতে দুজন এবং শিলিগুড়িতে তিনজন রয়েছেন । তাঁদের মধ্যে 9 জনের ভিনরাজ্য এবং দু'জনের ভিন জেলার ভ্রমণের রেকর্ড রয়েছে । এর ফলে দার্জিলিং জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা 70 ছাড়িয়ে গেল ।

পাহাড়ে কোরোনা সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন পাহাড়বাসী । পাহাড়ের কোরোনা আক্রান্তদের চিকিৎসায় একটি COVID হাসপাতাল না হলেও অন্তত একটি প্রথম শ্রেণির হাসপাতাল তৈরির প্রয়োজন বোধ করে জেলা স্বাস্থ্য দপ্তর । তিস্তার কাছে ত্রিবেণীতে এই হাসপাতাল করার তোড়জোড়ও শুরু হয় । এই প্রক্রিয়া চলছে বলে কোরোনা মোকাবিলায় উত্তরবঙ্গে নিযুক্ত অফিসার অন স্পেশাল ডিউটি (OSD) সুশান্ত রায় জানিয়েছেন। তিনি বলেন, যত শীঘ্র সম্ভব ওই হাসপাতাল চালু করার চেষ্টা চলছে ।

এদিকে GTA এলাকায় কোরোনা পরীক্ষার ব্যবস্থা করার দাবিকে সমর্থন করল তৃণমূল কংগ্রেস । দার্জিলিংয়ের তৃণমূল নেতা এনবি খাওয়াস বলেন, GTA এলাকায় কোরোনা পরীক্ষার ব্যবস্থা করা হোক । এর আগে এই দাবি করেছেন GTA চেয়ারম্যান অনিত থাপা।

ABOUT THE AUTHOR

...view details