পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সকালে দলীয় কর্মসূচি, পজ়িটিভ রিপোর্ট পেতেই নার্সিংহোমে তৃণমূল নেতা

corona positive TMC leader
corona positive TMC leader

By

Published : Jul 7, 2020, 10:07 PM IST

নিউ জলপাগুড়ি, 7জুলাই : সকালে শিলিগুড়ি মহকুমাপরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ কোরোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় । তারপরেইবিকেলে নিউ জলপাইগুড়ির তৃণমূলের শ্রমিক নেতা প্রসেনজিত্ রায়ের কোরোনা আক্রান্তেরখবর মেলে । নিজেরCOVIDপজ়িটিভ রিপোর্ট জানতে পেরেই তিনিনিজেই নিউ জলপাইগুড়ির এক বেসরকারি হাসপাতালে যান । দুদিন আগে তাঁর সোয়াব পরীক্ষাকরিয়েছিলেন । রিপোর্ট পাওয়ার আগেই তিনি স্বাস্থ্য বিধি না মেনেই প্রকাশ্যে দলেরকর্মসূচিতে যোগ দিয়েছিলেন ।

আজসকালে নিউ জলপাউগুড়িতে রেলের বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলনে সামিল ছিলেন তিনি ।স্থানীয় বিধায়ক ও পর্যটনমন্ত্রী গৌতম দেব ছাড়াও ওই কর্মসূচিতে হাজির ছিলেন জেলাতৃণমূল সভাপতি রঞ্জন সরকার,তৃণমূলনেতা দেবাশিস প্রামাণিক,মদনভট্টাচার্য-সহ জেলার একাধিক তৃণমূল নেতৃত্ব । দুপুরে জেলার স্বাস্থ্য বিভাগ থেকেজানান হয় যে,তিনিকোরোনায় আক্রান্ত । এরপর নিজেই গাড়ি চালিয়ে মাটিগাড়ার এক নার্সিংহোমে যান ।

ইতিমধ্যেজেলা স্বাস্থ্য বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে,আন্দোলন কর্মসূচিতে যারা প্রসেনজিতরায়ের সংস্পর্শে এসেছিলেন তাদের অবিলম্বে হোম কোয়ারানটিনে যেতে হবে । ঘটনার কথাপ্রকাশ্যে আসতে প্রশ্ন উঠছে নেতার দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে । বিপাকে পড়েছেন দলেরশীর্ষ নেতারাও ।

এপ্রসঙ্গে গৌতম দেব বলেন, “আমিওশুনেছি উনি কোরোনায় আক্রান্ত । এটা ঠিক,আমরা সকালে একই মঞ্চে ছিলাম ।প্রত্যেকের এ বিষয়ে সচেতন হওয়া উচিত এটুকু বলতে পারি । আপাতত আমি আলিপুরদুয়ারেএসেছি । দেখছি কী করা যায় ।

এনিয়েজেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকারকে বারংবার ফোন করা হলেও তিনি অবশ্য ফোন ধরেননি ।তবে দলসূত্রে খবর,এই ঘটনারপর ওই কর্মসূচিতে উপস্থিত একাধিক তৃণমূল নেতা হোম কোয়ারানটিনে গিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details