পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দার্জিলিংয়ে বৈঠক , পাহাড়ের 100 বেডের কোরোনা হাসপাতাল ত্রিবেণীতে - Coronavirus safety

সম্প্রতি GTA এলাকায় কোরোনা পরীক্ষার ল্যাবরেটরি করার দাবি জানিয়েছিলেন GTA চেয়ারম্যান অনিত থাপা । তবে ল্যাবরেটরি না হলেও কোরোনা হাসপাতাল হতে চলেছে দার্জিলিং পাহাড়ের গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা GTA এলাকায় ।

Darjeeling
দার্জিলিং

By

Published : May 6, 2020, 7:43 PM IST

দার্জিলিং, 6 মে : কোরোনা মোকাবিলায় পাহাড়ে 100 বেডের কোরোনা হাসপাতাল তৈরি হচ্ছে ত্রিবেণীতে । বুধবার , দার্জিলিয়ে এই নিয়ে বৈঠক হয় । GTA-র লালকুঠিতে এই বৈঠকে উপস্থিত ছিলেন GTA-র চেয়ারম্যান অনিত থাপা , দার্জিলিংয়ের পুলিশ সুপার অমরনাথ কে , কোরোনা মোকাবিলায় উত্তরবঙ্গে নিযুক্ত অফিসার অন স্পেশাল ডিউটি (OSD) সুশান্ত কুমার রায় সহ সংশ্লিষ্ট আধিকারিকরা ।

বৈঠক শেষে সুশান্ত কুমার রায় জানান , GTA-র তরফে পাহাড়ে পৃথক সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস বা কোরোনা হাসপাতাল তৈরির আবেদন আসে । কোরোনা রোগীদের চিকিৎসা যাতে পাহাড়েই করা যায়, তার জন্য এই প্রস্তাব দেওয়া হয় । এখন ওইসব রোগীদের শিলিগুড়িতে রেফার করতে হয় । এজন্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকা রাজ্য সরকারের কাছে পাঠিয়েছেন তিনি । তাতে চার থেকে পাঁচটি ভেন্টিলেটর থাকছে । পাহাড়ে কোরোনা হাসপাতালের জন্য নির্জন ত্রিবেণীকে আপাতত বেছে নেওয়া হয়েছে । পরিকাঠামো তৈরি হলেই কাজ শুরু হয়ে যাবে ।

এদিকে , কোরোনা আক্রান্তদের শনাক্তকরণে আরও বেশি পরীক্ষায় জোর দিয়েছে সরকার । সুশান্তবাবু বলেন , ‘‘আগে উত্তরবঙ্গে দিনে 20 থেকে 25 জনের সোয়াব পরীক্ষা হত । এখন দিনে অন্তত 800 জনের পরীক্ষা হচ্ছে । শুধু উপসর্গ থাকলেই নয় উপসর্গহীন সম্ভাব্যদেরও কোরোনা পরীক্ষা করানোর দিকে জোর দেওয়া হচ্ছে ।’’

সম্প্রতি GTA এলাকায় কোরোনা পরীক্ষার ল্যাবরেটরি করার দাবি জানিয়েছিলেন GTA চেয়ারম্যান অনিত থাপা । তবে ল্যাবরেটরি না হলেও কোরোনা হাসপাতাল হতে চলেছে দার্জিলিং পাহাড়ের গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা GTA এলাকায় । এর ফলে কোরোনা মোকাবিলায় গতি আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

ABOUT THE AUTHOR

...view details