দার্জিলিং, 6 মে : কোরোনা মোকাবিলায় পাহাড়ে 100 বেডের কোরোনা হাসপাতাল তৈরি হচ্ছে ত্রিবেণীতে । বুধবার , দার্জিলিয়ে এই নিয়ে বৈঠক হয় । GTA-র লালকুঠিতে এই বৈঠকে উপস্থিত ছিলেন GTA-র চেয়ারম্যান অনিত থাপা , দার্জিলিংয়ের পুলিশ সুপার অমরনাথ কে , কোরোনা মোকাবিলায় উত্তরবঙ্গে নিযুক্ত অফিসার অন স্পেশাল ডিউটি (OSD) সুশান্ত কুমার রায় সহ সংশ্লিষ্ট আধিকারিকরা ।
বৈঠক শেষে সুশান্ত কুমার রায় জানান , GTA-র তরফে পাহাড়ে পৃথক সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস বা কোরোনা হাসপাতাল তৈরির আবেদন আসে । কোরোনা রোগীদের চিকিৎসা যাতে পাহাড়েই করা যায়, তার জন্য এই প্রস্তাব দেওয়া হয় । এখন ওইসব রোগীদের শিলিগুড়িতে রেফার করতে হয় । এজন্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকা রাজ্য সরকারের কাছে পাঠিয়েছেন তিনি । তাতে চার থেকে পাঁচটি ভেন্টিলেটর থাকছে । পাহাড়ে কোরোনা হাসপাতালের জন্য নির্জন ত্রিবেণীকে আপাতত বেছে নেওয়া হয়েছে । পরিকাঠামো তৈরি হলেই কাজ শুরু হয়ে যাবে ।