শিলিগুড়ি, 16 মার্চ : কোরোনা আতঙ্কের জেরে এবার বন্ধ করে দেওয়া হল বেঙ্গল সাফারি । পাশাপাশি সিঞ্চল ফরেস্ট এবং মহানন্দা অভয়ারণ্যতে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
কোরোনা: বন্ধ হল বেঙ্গল সাফারি
কোরোনা সংক্রমণের আতঙ্কে এবার পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হল বেঙ্গল সাফারি ৷
কোরোনা আতঙ্কে আগেভাগেই পরিস্থিতি মোকাবিলায় আসরে নেমেছে রাজ্য সরকার । ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলি । জরুরি প্রয়োজন ছাড়া জনবহুল এলাকায় মানুষকে যেতে নিষেধ করা হচ্ছে ৷ এই পরিস্থিতিতে এবার শিলিগুড়ির কাছে রাজ্যের একমাত্র সাফারি পার্ক বেঙ্গল সাফারি বন্ধ করে দেওয়া হল । একই সঙ্গে বন্ধ করে হল দার্জিলিঙের টাইগার হিল-সহ একাধিক অভয়ারণ্য । বনবিভাগের তরফে একটি নির্দেশিকা দিয়ে একথা জানিয়ে দেওয়া হল ৷
দার্জিলিংয়ের বন্যপ্রাণী বিভাগের DFO জেসপার জে রাজু জানান, পরিস্থিতি মোকাবিলায় এই এলাকাগুলিতে আগামীকাল থেকে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে ৷ বন্ধ থাকবে বেঙ্গল সাফারি ৷ দার্জিলিঙের যে সব পর্যটক যাচ্ছেন, তারা টাইগার হিলে যেতে পারবেন না । সিঙ্গালিলা জাতীয় উদ্যানেও পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হবে না ।