পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Darjeeling Mail দার্জিলিং মেল হলদিবাড়ি পর্যন্ত, কেন্দ্রীয় সিদ্ধান্তের পক্ষে সওয়াল কাটিহারের ডিআরএমের - দার্জিলিং মেল এনজেপি স্টেশন

15 অগস্ট থেকে দার্জিলিং মেল এনজেপি স্টেশনের পরিবর্তে হলদিবাড়ি থেকে চলছে ৷ এনিয়ে যাত্রী থেকে শুরু করে পর্যটকরা প্রতিবাদ জানিয়েছেন । সামিল হয়েছেন রাজনৈতিক নেতারাও ৷ কিন্তু নিজেদের সিদ্ধান্তেই অনড় রেলকর্তারা (Darjeeling Mail) ৷

Darjeeling Mail upto Haldibari
দার্জিলিং মেল হলদিবাড়ি পর্যন্ত

By

Published : Aug 24, 2022, 2:27 PM IST

শিলিগুড়ি, 24 অগস্ট: দার্জিলিং মেল হলদিবাড়ি থেকে ছাড়লে অসুবিধার কিছু নেই। উলটে এখনকার থেকে অনেক বেশি মানুষ উপকৃত হবেন এই সিদ্ধান্তের ফলে । এখানে আবেগের কোনও জায়গা নেই । পরিষেবাটাই আসল। মঙ্গলবার দার্জিলিং মেলকে হলদিবাড়ি রেল স্টেশন পর্যন্ত সম্প্রসারণ নিয়ে এভাবেই সওয়াল তুললেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম (Katihar Division DRM) এস কে চৌধুরী রেলকর্মীদের একটি সভায় এই কথা জানান তিনি । এদিন উপস্থিত ছিলেন এডিআরএম সঞ্জয় চিলওয়ারওয়ার, দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ-এর ডিরেক্টর একে মিশ্রা (Controversy over extension of Darjeeling Mail ) ।

সম্প্রতি দার্জিলিং মেলকে (Darjeeling Mail) নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে সম্প্রসারণ করে হলদিবাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে । 15 আগস্ট থেকে এনজেপি স্টেশনের পরিবর্তে হলদিবাড়ি থেকে চলছে দার্জিলিং মেল । কিন্তু রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নিয়ে যাত্রী ও পর্যটকদের পাশাপাশি রাজনৈতিকমহলও প্রতিক্রিয়া দিয়েছে । শুরু হয়েছে প্রতিবাদও ।

দার্জিলিং মেল নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকেই সমর্থন করলেন রেলের উচ্চাধিকারিক

আরও পড়ুন: দার্জিলিং মেলের গন্তব্য বদলের সিদ্ধান্তে দুই মেরুতে উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্ব

তৃণমূল তো বটেই বিজেপির সাংসদ ও বিধায়কদের মধ্যে এনিয়ে বিবাদ প্রকাশ্যে এসেছে । জলপাইগুড়ির সাংসদ রেল কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধন্যবাদ দিলেও দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এর প্রতিবাদ করেন । এমনকী দার্জিলিং মেল যাতে হলদিবাড়ি পর্যন্ত সম্প্রসারণ না করা হয়, সেজন্য রেলমন্ত্রীর কাছে আবেদন করার কথাও জানিয়েছিলেন রাজু বিস্তা ।

ফলে এই টানাপোড়েনের মধ্যে কেন্দ্রের সিদ্ধান্তকেই সঠিক বলে দাবি ডিআরএমের । রেলকর্তা আরও বলেন,"দার্জিলিং মেল সম্প্রসারণ হওয়ায় কারও কোনও অসুবিধা হচ্ছে না । সিটের সংখ্যা, সময় সবই অপরিবর্তিত থাকছে । উলটে আগে দার্জিলিং মেল একটা দিন লাইন আটকে রাখত ৷ এখন সেই লাইনে অন্য ট্রেন চালানো যাবে।" পাশাপাশি তিনি আরও জানান, পুজোর সময় কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করছে রেল ।

আরও পড়ুন: হলদিবাড়ি থেকে চালু হতে চলেছে শিয়ালদাগামী দার্জিলিং মেল

ABOUT THE AUTHOR

...view details