শিলিগুড়ি, 28 মার্চ : উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তৈরি হয়েছে VDLR ল্যাবরেটরি । এই ল্যাবরেটরি তৈরির পিছনে ভূমিকা কার ? এ নিয়েই বিতর্কে জড়ালেন সাংসদ রাজু বিস্তা ও পর্যটন মন্ত্রী গৌতম দেব ।
সাংসদ দিল্লিতে বসে কৃতিত্ব দাবি করছেন কেন ? প্রশ্ন গৌতমের
কোরোনা মোকাবিলায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তৈরি হল VDLR ল্যাব । তৈরির পিছনে ভূমিকা কার এই নিয়ে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা ও মন্ত্রী গৌতম দেবের মধ্যে শুরু হয়েছে চাপানউতর ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সহযোগিতায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এই ল্যাবরেটরি চালু হচ্ছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছিলেন সাংসদ রাজু বিস্তা । এজন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান তিনি । BJP কর্মীরাও সাংসদের ছবি দিয়ে ওই ল্যাব চালুর জন্য কেন্দ্রকে ধন্যবাদ দিয়ে সোশাল মিডিয়ায় প্রচারে নামে ।
আজ এই প্রসঙ্গে সাংসদকে কটাক্ষ করে গৌতম দেব জানান, এখন সামনে থেকে লড়াই করার সময় । অথচ তিনি দিল্লিতে বসে আছেন । সেখান থেকে কৃতিত্ব দাবি করছেন । এটা রাজনীতি করার সময় নয় । তিনি নিজের এলাকার মানুষের পাশে এসে দাঁড়ান ।
অন্যদিকে, VDLR ল্যাবটি সম্পর্কে তিনি জানান, আগামী সোমবার থেকে চালু হয়ে যাবে এটি । এখানেই COVID 19 - এর টেস্ট করা হবে । কিট এসে গিয়েছে । দেশ ও রাজ্য সরকার ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি ।