পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Controversial Comments of TMC Leader : 'নির্দলদের শেষ করে দেব, তৃণমূল ছাড়া কেউ থাকবে না', বেলাগাম শাসকদলের নেতা - বেলাগাম শাসকদলের নেতা

এবারের শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনকে (Siliguri Mahakuma Parishad Election) পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তা সত্ত্বেও টিকিট পাওয়া, না পাওয়া নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে ঘাসফুল শিবিরের অন্দরে ৷ শাসকদলের অনেকেই টিকিট না পেয়ে নির্দল হয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন ৷

jalpaiguri TMC Leader
বেলাগাম শাসকদলের নেতা

By

Published : Jun 14, 2022, 8:48 PM IST

শিলিগুড়ি,14 জুন : "সরকার আমাদের ৷ পুলিশ আমাদের, বিডিও আমাদের, ডিএম আমাদের, মুখ্যমন্ত্রী আমাদের । একমাত্র তৃণমূল থাকবে ৷ কেউ নির্দল করতে পারবে না ৷ নির্দলদের ফিনিশ (শেষ) করে দেব । নির্দল বলে কিছু থাকবে না । কোনও বাড়িতে নির্দল প্রার্থী ঢুকলে আপনারা ভাগিয়ে দেবেন । আধ ঘণ্টার মধ্যে নির্দলদের জেলে পাঠাব । আর যারা নির্দলকে সাহায্য করবে তাদেরকেও জেলে পাঠাব ৷" এই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, জলপাইগুড়ি জেলা পরিষদের তৃণমূল সদস্য দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে । 26 জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন । অভিযোগ, সোমবার রাতে ফাঁসিদেওয়া ব্লকের চটহাটে নির্বাচনী প্রচারে গিয়ে এই মন্তব্য করেন ওই তৃণমূল নেতা (allegation of threatening independent candidates against TMC Leader) ৷

এবারের মহকুমা পরিষদ নির্বাচন (Siliguri Mahakuma Parishad Election) পাখির চোখ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কাছে । শিলিগুড়ি পৌরনিগমে ক্ষমতায় আসলেও এখনও শিলিগুড়ি মহকুমা পরিষদ দখল অধরা থেকে গিয়েছে রাজ্যের শাসকদলের কাছে ৷ শুরু থেকেই বামেদের দখলে ছিল এই মহকুমা পরিষদ ৷ কিন্তু এবার পালের হাওয়া অনেকটাই তৃণমূল কংগ্রেসের দিকে । কিন্তু তা সত্ত্বেও টিকিট পাওয়া, না পাওয়া নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে ঘাসফুল শিবিরের অন্দরে ৷ শাসকদলের অনেকেই টিকিট না পেয়ে নির্দল হয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ ফাঁসিদেওয়া ব্লকের মহকুমা পরিষদ, পঞ্চায়েত সমিতি এমনকি গ্রাম পঞ্চায়েতের একাধিক আসনে নির্দল হিসেবে লড়ছেন বিক্ষুব্ধ তৃণমূলরা ।

গত মহকুমা পরিষদ নির্বাচনে জয়ী প্রার্থী তথা এবারেরও শাসকদলের প্রার্থী আইনুল হকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারই ভাইপো তথা ফাঁসিদেওয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আখতাল আলি । সোমবারই তাঁকে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস । অভিযোগ এইদিন রাতেই ফাঁসিদেওয়ায় প্রচারে গিয়ে হুমকি দেন দেবাশিস ৷ তাঁকে বলতে শোনা যায়, "দলে থাকবে, দল থেকে সুবিধা নেবে আর দলের বিরুদ্ধে ভোটে দাঁড়াবে । এটা হবে না । সব নির্দলকে ফিনিশ করে দেব । আর যারা নির্দলদের সমর্থন করবে তাদের বাড়িতেও পুলিশ পাঠাব । এলাকায় যেন কোনও নির্দলের চিহ্ন না থাকে । নির্দলরা যেন কোনও মিটিং, মিছিল না করতে পারে৷ সমস্ত ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে ফেলতে হবে । তৃণমূল কংগ্রেস ছাড়া এখানে কেউ থাকতে পারবে না ।"

নির্দলদের হুমকি, বেলাগাম শাসকদলের নেতা

আরও পড়ুন : শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী, 32 জনকে বহিষ্কার করল তৃণমূল

দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষ ওই তৃণমূল নেতার মন্তব্যের নিন্দা করেছেন ৷ বলেছেন, "এর দায় দল নেবে না ৷ এটা তাঁর ব্যক্তিগত মতামত ৷ ধমকে চমকে ভোট করাকে আমরা সমর্থন করি না ৷ " নির্দল প্রার্থী আখতার আলি বলেন, "এটা গণতন্ত্র নয় । এলাকার মানুষ আতঙ্কিত । ভয়, আতঙ্কের রাজনীতিতে ভোট করাতে চাইছে তৃণমূল কংগ্রেস । এটা সংবিধানের অবমাননা করেছে । আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব ।"

ABOUT THE AUTHOR

...view details