শিলিগুড়ি, 24 ডিসেম্বর :প্রচলিত ‘শিলিগুড়ি মডেল’-এর (Siliguri Model) ধারণা ভেঙে এবার ‘একলা চলো’র নীতি নিল কংগ্রেস ৷ দলীয় সূত্রে খবর, আসন্ন পৌর নির্বাচনে শিলিগুড়িতে (Siliguri Corporation Poll 2022) বামেদের সঙ্গে আসন সমঝোতা করবে না তারা ৷ উল্লেখ্য, শিলিগুড়িতে বরাবরই কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে পৌরভোটের লড়াইয়ে নেমেছে বামফ্রন্ট ৷ বাম-কংগ্রেসের এই সমঝোতাকেই ‘শিলিগুড়ি মডেল’ বলে উল্লেখ করা হয় ৷ এদিকে, একুশের বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়তে গিয়ে ধরাশায়ী হতে হয়েছে বাম-কংগ্রেসকে ৷ তাই আর ওই পথে হাঁটতে রাজি নয় দার্জিলিং জেলা কংগ্রেস নেতৃত্ব ৷ তবে, ভোট মিটে যাওয়ার পরও যে সমঝোতা হবে না, এমনটা বলছে না তারা ৷
আরও পড়ুন :Siliguri Municipal Election : অবিলম্বে শিলিগুড়ি পৌর প্রশাসনিক বোর্ড ভেঙে দেওয়ার দাবি বামেদের
সূত্রের দাবি, আসন্ন পৌর নির্বাচনে শিলিগুড়িতে একদিকে বামফ্রন্ট আর অন্যদিকে কংগ্রেস আলাদাভাবে নিজেদের শক্তিতেই লড়াই করবে ৷ অন্যদিকে, বিধানসভা নির্বাচনে দার্জিলং জেলায় ভাল ফল করার পর শিলিগুড়িতেও পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপাতে চলেছে বিজেপি ৷ শিলিগুড়ি পৌরনিগম দখলে আনতে মরিয়া গেরুয়া শিবির ৷ শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে মুখ করে ঘর গোছাচ্ছে তারা ৷
অন্যদিকে, কংগ্রেসের হাতিয়ার দলের যুব শক্তি ৷ তরুণ তুর্কীদের এগিয়ে দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করছে তারা ৷ শুক্রবার দার্জিলিং জেলা কংগ্রেসের সদর কার্যালয় বিধান ভবনে সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি তথা দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার ৷ তিনি বলেন, ‘‘বিধানসভা নির্বাচন এবং কলকাতা পৌরনিগমের নির্বাচনের পর এটাই নিজেদের শক্তিতে লড়াইয়ে নামার সেরা সময় ৷ বামেদের সঙ্গে আমাদের খুব ভাল সম্পর্ক ৷ সেই সম্পর্ক বজায় থাকবে ৷ তবে এবার শিলিগুড়ি 47টি আসনেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করব ৷ প্রার্থীরাও প্রায় চূড়ান্ত ৷ ভবিষ্যতে বামফ্রন্টের সঙ্গে জোট, সমঝোতা নিয়ে চিন্তা করা হবে ৷ রাজনীতিতে কিছুই স্থায়ী নয় ৷’’
আরও পড়ুন :Binay Tamang joins TMC : বিনয়ের দলবদলে ভিন্ন মত বাম-কংগ্রেসের, সংযমী মোর্চা
অন্যদিকে, এদিন সকালে কলকাতা থেকে শহরে ফেরেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ৷ তাঁকে রাজ্য সম্পাদকের পদ দিয়েছে রাজ্য বিজেপি ৷ নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাতেই দলীয় কর্মী, সমর্থকরা তাঁকে স্বাগত জানান ৷ শঙ্কর ঘোষ বলেন, ‘‘কলকাতা পৌর নির্বাচনে ভোটের নামে লুঠ ও প্রহসন হয়েছে ৷ তারপরও বলব, শিলিগুড়ি পৌরনিগম নির্বাচন হোক ৷ কারণ, পৌরনিগমে যেভাবে শাসকদলের লোকেদের প্রশাসক হিসাবে বসিয়ে রাখা হয়েছে, সেটা মানুষ আর মেনে নিতে পারছেন না ৷ তাঁরাই এবার বিচার করবেন, ক্ষমতায় কে আসবে ৷ আমরা আশাবাদী, বিজেপিই এবার জয়ী হবে ৷’’