পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Congress New Campaign: পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগে বাড়াতে মরিয়া কংগ্রেস - হাত সে হাত জোড়ো

শেষ হয়েছে কংগ্রেসের ভারত জোড় যাত্রা ৷ জন সংযোগ বাড়াতে আবার নতুন যাত্রা শুরু কংগ্রেসের (Congress Started New Campaign)৷ তবে এবারের প্রচারাভিযানের নাম 'হাত সে হাত জোড়ো' ৷ বৃহস্পতিবার এই কর্মসূচির কথা জানিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় পর্যবেক্ষক তথা কাশ্মীর প্রদেশ কংগ্রেস নেতা মহম্মদ আহমেদ মীর কাশ্মীর।

Congress Started New Campaign
কংগ্রেসের নতুন কর্মসূূচি 'হাত সে হাত জোড়ো'

By

Published : Feb 10, 2023, 12:25 PM IST

শিলিগুড়ি, 10 ফেব্রুয়ারি: ভারত জড়োর পর কংগ্রেসের নতুন উদ্যোগ 'হাত সে হাত জোড়ো' যাত্রা (Campaign Hath se Hath Jodo for Public Relation)৷ জন সংযোগ বাড়াতেই এই উদ্যোগ ৷ বৃহস্পতিবার দার্জিলিং জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে ওই কর্মসূচির কথা জানিয়েছেন দলের সর্বভারতীয় পর্যবেক্ষক তথা কাশ্মীর প্রদেশ কংগ্রেস নেতা মহম্মদ আহমেদ মীর কাশ্মীর । এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার ।
লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগ বাড়াতে 'হাত সে হাত জোড়ো' যাত্রা করতে চলেছে কংগ্রেস । 26 জানুয়ারি থেকে দেশের বিভিন্ন রাজ্যে এই যাত্রা শুরু হয়ে গিয়েছে । এবার এই যাত্রা দার্জিলিং জেলা থেকে এইরাজ্যে শুরু হতে চলেছে । বৃহস্পতিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সভাপতিদের নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত হয় চলতি মাসের শেষ সপ্তাহেই শুরু হবে ওই যাত্রা ।

ভারত জড়ো যাত্রায় ভালো সাফল্য মিলেছে বলে দাবি করেছেন মীর । ওই যাত্রার পর এবার এই নতুন কর্মসূচি শুরু করতে চলেছে কংগ্রেস । ইতিমধ্যেই গত 26 জানুয়ারি কাশ্মীর থেকে এই নতুন কর্মসূচির সূচনা হয়েছে । 'হাত সে হাত জোড়ো' কর্মসূচিতে কংগ্রেস কর্মীরা যেমন মানববন্ধন করবেন, পাশাপাশি তাঁরা কেন্দ্র সরকারের দ্বিচারিতা তুলে ধরে লিফলেট নিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবেন । এছাড়া জেলা সম্মেলন, রাজ্য সম্মেলনও করবে । কংগ্রেস কর্মীদের উদ্বুদ্ধ করার পাশাপাশি জনসংযোগ বাড়ানোই লক্ষ্য এই কর্মসূচির । 2024 সালেই লোকসভা নির্বাচন । এদিকে রাজ্যে কংগ্রেসের সংগঠন বেশ দুর্বল। রাজ্যে তাদের কোনও বিধায়ক নেই । এই কর্মসূচিকে কাজে লাগিয়ে পঞ্চায়েতের আগে হারানো সংগঠন ফিরে পেতে চায় হাত শিবির ।

আরও পড়ুন:পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক কারণে এক কোটি টাকা পাচার ? তদন্তে কলকাতা পুলিশের এসটিএফ

মীর কাশ্মীর বলেন, "ক্ষমতায় এসে কোটি কোটি বেকারকে চাকরি দেওয়ার কথা বলেছিল বিজেপি । এমনকী জিনিসপত্রের দাম কমানোর আশ্বাসও দেওয়া হয়েছিল। তা তো হয়নি বরং উলটোটাই হয়েছে । আমাদের সময়ে গ্যাস, পেট্রলের যা দাম ছিল তা এখন আকাশছোঁয়া । কেউ চাকরি পায়নি উলটে করোনার জন্য বেকারের সংখ্যা বেড়েছে । সবকিছু বেসরকারি সংস্থাকে বিক্রি করে দিচ্ছে । এসবই লিফলেটের মাধ্যমে তুলে ধরা হবে আমজনতার কাছে । প্রত্যেকের বাড়ি গিয়ে এই লিফলেট দিয়ে তাদের সঙ্গে হাত মেলানো হবে তাই নাম দেওয়া হয়েছে 'হাত সে হাত জোড়ো' ।"

ABOUT THE AUTHOR

...view details