পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নেতাজির জন্মজয়ন্তীকে জাতীয় ছুটি ঘোষণার দাবি মমতার - নেতাজি সুভাষ চন্দ্র বসু

নেতাজির জন্মজয়ন্তীকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করতে হবে ৷ দার্জিলিঙের ম্যালে আজ সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠান থেকে এই দাবি তুললেন মুখ্যমন্ত্রী ৷

Mamata in Darjeeling
দার্জিলিঙে মুখ্যমন্ত্রী

By

Published : Jan 23, 2020, 2:56 PM IST

Updated : Jan 23, 2020, 3:25 PM IST

দার্জিলিং, 23 জানুয়ারি : নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণার দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের । দার্জিলিঙের ম্যালে আজ সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি । পাশাপাশি নেতাজির মৃত্যু রহস্য সংক্রান্ত তথ্য এখনও প্রকাশ্যে না আসা নিয়েও ক্ষোভপ্রকাশ করেন তিনি । এই নিয়ে কেন্দ্রের সমালোচনাও করেন মুখ্যমন্ত্রী ।

তিনি বলেন, "নেতাজি সুভাষ চন্দ্র বোস দেশের একজন বড় দেশপ্রেমিক ছিলেন, এই কথাটা বলার দরকার আছে ৷ আজ না বললেও কোনও না কোনও একদিন সময় আসবে এটা স্বীকার করার ৷" তিনি আরও বলেন, " আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে ৷ তবেই দেশ গড়বে ৷"

দার্জিলিঙে নেতাজি জন্মবার্ষিকীতে বক্তৃতা রাখছেন মুখ্য়মন্ত্রী

নেতাজি জন্মবার্ষিকীতে তাঁর স্মরণে রাজ্যবাসীকে ঐক্যতার বার্তাও দেন মুখ্যমন্ত্রী । দার্জিলিঙের পাশাপাশি আজ রাজ্যের 342 টি ব্লক, 118 টি পৌরসভা, সাতটি পৌরনিগম ও কলকাতা পৌরনিগমের 144 টি ওয়ার্ডসহ প্রতিটি জেলার সদর শহরে রাজ্য সরকারের উদ্যোগে পালন করা হচ্ছে সুভাষ উৎসব ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আজ একই সুর তোলেন নেতাজির আত্মীয় চন্দ্র কুমার বসুও ৷ তিনিও এক টুইটে আজকের দিনটিকে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করার জন্য দাবি তোলেন ৷ সেই টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দপ্তরকেও ট্যাগ করেছেন চন্দ্রবাবু ৷

Last Updated : Jan 23, 2020, 3:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details