দার্জিলিং, 12 জুলাই: মণিপুরের টুপুল রেলওয়ে ইয়ার্ডে ধসের ঘটনায় মৃত জওয়ানদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার (CM Announced Compensation to Families of Soldiers Killed in Landslide)। মৃত জওয়ানদের পরিবারের একজন করে সদস্যকে হোমগার্ডের চাকরি ও দু'লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চ থেকেই এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি মৃত জওয়ানদের পরিবারের প্রতি দুঃখ ও সমবেদনাও প্রকাশ করেন তিনি । দ্রুত যাতে চাকরি ও আর্থিক ক্ষতিপূরণ মৃত জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় সেজন্য রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ।
সেনার তরফে জানা গিয়েছে, কার্শিয়াং মহকুমার রোহিনী গৈরি গাঁওয়ের বাসিন্দা 18 ডোগরা ব্যাটেলিয়নের হাবিলদার মিলন তামাং ও রঙ্গবুলয়ের রঙ্গবুল গোর্খা বস্তির বাসিন্দা নায়েব সুদেবার সীতারাম রাই, দার্জিলিংয়ের মেরিবঙয়ের চুংথুংয়ের বাসিন্দা 19 ডোগরা ব্যাটেলিয়নের নায়েক দিওয়াঙ্কর থাপা, রঙ্গলি রঙ্গলিয়টের বাসিন্দা 5 আসাম রাইফেলসয়ের রাইফেলম্যান বেঞ্জামিন, সিংমারি নবীন গ্রামের বাসিন্দা 3/1 গ্রনেডিয়ার্স ব্যাটেলিয়নের রাইফেলম্যান মার্কাস গুরুং, মিরিকের মুরমা মারাধুরার বাসিন্দা 13 জাক রাইফেলস ব্যাটেলিয়নের লিঙ্কম্যান বিশাল ছেত্রী, কার্শিয়াংয়ের গৌরীশঙ্কর চা-বাগানের বাসিন্দা 15 জাক ব্যাটেলিয়নের হাবিলদার বেধ্যান রাই, হ্যাপি ভ্যালি চা-বাগানের বাসিন্দা 5/9 গ্রেনেডিয়ার্সের লিঙ্কম্যান ভূপেন রাই, নাগরিসপুরের নাগারি চা-বাগানের বাসিন্দা 2/1 গ্রেনেডিয়ার্স ব্যাটেলিয়নের রাইফেলম্যান লাদুপ তামাং, জলপাইগুড়ির কলাবাড়ির খেরকাটা বস্তির বাসিন্দা 3 আসাম রাইফেলস ব্যাটেলিয়নের রাইফেলম্যান শঙ্কর ছেত্রী ও উত্তর সিকিমের লিন্দগেমের বাসিন্দা 12 রাজপুত রাইফেলসের নায়েক শেরিং লেপচা মারা যান ।