পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউন উপেক্ষা করায় দার্জিলিঙে ধরপাকড় চলছেই - কোয়ারেনটাইন সেন্টারকে জীবাণু মুক্ত করলেন সাফাই কর্মীরা

কালিম্পং পৌরসভার সাফাই কর্মীরা দিশা এবং মাড়োয়ারি ভবনে জীবাণুনাশক স্প্রে করেন। কালিম্পং পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান জানিয়েছেন, কালিম্পঙয়ের কোরোনা আক্রান্তদের বেশিরভাগই ওই কোয়ারান্টাইন সেন্টারে ছিলেন ।

Quarantine
জীবাণু মুক্ত

By

Published : Apr 22, 2020, 10:52 PM IST



দার্জিলিঙ, 22 এপ্রিল : লকডাউন অমান্য করায় ধরপাকড় অব্যাহত দার্জিলিঙে। আজও দার্জিলিং সদর থানার পুলিশ তিন মহিলা সহ 29 জনকে গ্রেপ্তার করেছে । এদিকে কালিম্পং পৌরসভার সাফাই কর্মীরা দু'টি কোয়ারান্টাইন সেন্টার স্যানিটাইজ় করেছেন ।

কালিম্পং পৌরসভার সাফাই কর্মীরা দিশা এবং মাড়োয়ারি ভবনে জীবাণুনাশক স্প্রে করেন। পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান বলেন, কালিম্পঙে কোরোনা আক্রান্তদের বেশিরভাগই ওই কোয়ারান্টাইন সেন্টারে ছিলেন । এছাড়াও কোরোনা আক্রান্ত সন্দেহে আরও অনেকেই ওই দুই সেন্টারে ছিলেন । যদিও সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় কয়েকদিন আগে তাঁদের প্রত্যেককেই সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছে । যাঁদের রিপোর্ট পজ়িটিভ এসেছিল তাঁরাও সুস্থ হয়ে এখন বাড়িতে । এখন ওই দুই কোয়ারান্টাইন সেন্টার ফাঁকা । আজ সেখানে জীবাণুনাশক স্প্রে করা হয় ।

এদিকে আজ কালিম্পং পৌরসভার উদ্যোগে 18 এবং 8 নম্বর ওয়ার্ডে দুস্থদের খাদ্যসামগ্রী ও সবজি বিতরণ করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details