পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউন: চিড়িয়াখানার প্রাণীদের মেনুতে বাদ চিকেন - কোরোনা

লকডাউনের জন্য মিলছে না পর্যাপ্ত চিকেন । তাই দার্জিলিঙের চিড়িয়াখানায় বন্য প্রাণীদের মেনু থেকে বাদ পড়ল চিকেন । তার বদলে মেনুতে যোগ হয়েছে বিফ ও মাটন ।

ছবি
ছবি

By

Published : Mar 30, 2020, 10:24 PM IST

দার্জিলিং, 30 মার্চ : লকডাউনের জেরে মেনুতে টান দার্জিলিং চিড়িয়াখানার বন্যপ্রাণীদের । তুষারচিতা থেকে শুরু করে রয়াল বেঙ্গল টাইগার, নীল ভেড়া, টাকিন থেকে শুরু করে রেডপান্ডা, গোরিলা থেকে শুরু করে নানা বন্যপ্রাণী, মেঘচিতা, ভাল্লুক ইত্যাদিরা রয়েছে । কিন্তু এইসব প্রাণীদের অনেকের মেনুতেই বরাদ্দ মুরগির মাংস । লকডাউনের জেরে সেই মুরগির জোগানে ঘাটতি হওয়ায় এবার মেনু থেকে বাদ পড়ল মুরগির মাংস।

এ বিষয়ে দার্জিলিং চিড়িয়াখানার এক আধিকারিক জানান, চিড়িয়াখানার প্রাণীদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে ওইসব প্রাণীদের মেনুতে চিকেন রাখা হয় । কিন্তু লকডাউনের জেরে এখন চিকেন জোগান না হওয়ায় মেনুতে বিফ, মাটন রাখা হয়েছে । তবে আপাতত চিকেনের স্বাদ থেকে দূরে থাকছে এই চিড়িয়াখানার অনেক প্রাণী । তবে এই মেনু বদলে ওইসব প্রাণীদের স্বাস্থ্যের এখনও কোনও অবনতি ঘটেনি বলে চিড়িয়াখানা সূত্রের খবর ।

ABOUT THE AUTHOR

...view details