পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যের অসহযোগিতায় সৈনিক স্কুলের কাজ হচ্ছে না : আলুওয়ালিয়া - surindar singh aluwalia

শিলিগুড়িতে কেন্দ্রীয় বিদ্যালয়ের শিল্যানাসে এসে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

শিলিগুড়িতে কেন্দ্রীয় বিদ্যালয়ের শিল্যানাসে সুরিন্দর সিং আলুওয়ালিয়া

By

Published : Mar 10, 2019, 11:49 PM IST

শিলিগুড়ি, ১০ মার্চ : শিলিগুড়িতে কেন্দ্রীয় বিদ্যালয়ের শিল্যানাসে এসে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। তিনি বলেন, রাজ্য সর্বতোভাবে অসহযোগিতা করছে। আমাদের প্রস্তাবিত সৈনিক স্কুলের জন্য জমি চেয়েও তা আজও পাইনি। ফলে তা গড়ে তোলা সম্ভব হচ্ছে না।

শিলিগুড়ি শহর সংলগ্ন কাওয়াখালিতে ও ফুলবাড়ি একনম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সাউথ কলোনিতে পৃথক দুটি কেন্দ্রীয় বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দার্জিলিঙের এই সাংসদ। পরে তিনি বলেন, ২০১৫ সালে কেন্দ্রের তরফে দার্জিলিঙে সৈনিক স্কুল গড়ার সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক কাজ অনেকটাই এগিয়েছে। যদিও রাজ্যের তরফে জমি না দেওয়ায় সৈনিক স্কুলের কাজ শুরু করা সম্ভব হয়নি। পাহাড়ে সৈনিক স্কুল গড়ে উঠলে গোর্খাদের পাশাপাশি অন্য জনজাতির মানুষও উপকৃত হবে।

আসন্ন লোকসভা নির্বাচন ইশুতে তিনি বলেন, "আমরা সর্বতোভাবে প্রস্তুত আছি। আর জনতাও প্রস্তুত আছে ভোট দেওয়ার জন্য। ভালো ফল হবে।" তিনি আরও বলেন, "এটা কোনও মরশুম নির্ভর নয়। আমরা সারা বছর কাজ করি। সারা বছরই আমাদের প্রস্তুতি থাকে।"

ABOUT THE AUTHOR

...view details