পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দার্জিলিং নিয়ে বৈঠক চেয়ে ফের রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র : রাজু বিস্তা - Raju Bista

রাজ্য সরকার বৈঠক না করলে কী করবেন ? সাংসদ বলেন, "রাজ্য সরকার বৈঠক না ডাকলে আমরা জোটসঙ্গীদের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করব ৷ সেখানেই পরবর্তী পদক্ষেপ ঠিক হবে ৷"

রাজু বিস্তা
রাজু বিস্তা

By

Published : Jan 10, 2020, 6:18 PM IST

দার্জিলিং, 10 জানুয়ারি : দার্জিলিঙের পরিস্থিতি নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের জন্য রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ তবে, রাজ্যের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি বলে জানালেন BJP-র দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা ৷ আজ সকালে শিলিগুড়ির ডাবগ্রাম এবং ফুলেশ্বরী মোড় বাজার এলাকায় নাগরিকত্ব সংশোধনী আইনের প্রচারে আসেন রাজু । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান তিনি ৷

BJP পাহাড়ে জোটসঙ্গীদের পাশেই রয়েছে বলে জানান রাজু বিস্তা ৷ জোটসঙ্গীদের দাবি ও প্রত্যাশা নিয়েও ওয়াকিবহাল কেন্দ্রীয় নেতারা ৷ এই পরিস্থিতিতে ত্রিপাক্ষিক বৈঠকেই সমস্যা মিটতে পারে বলে মনে করছেন তিনি ৷ রাজু বিস্তা মনে করেন, কেন্দ্র, রাজ্য সরকার ও দার্জিলিঙের স্থানীয় প্রতিনিধিদের নিয়ে আলোচনা হওয়া উচিত ৷

রাজ্য সরকার বৈঠক না করলে কী করবেন ? সাংসদ বলেন, "রাজ্য সরকার বৈঠক না ডাকলে আমরা জোটসঙ্গীদের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করব ৷ সেখানেই পরবর্তী পদক্ষেপ ঠিক হবে ৷" বিমল গুরঙের নাম না করে রাজু বিস্তা বলেন, "পাহাড়ে মোর্চা দু'ভাগে বিভক্ত ঠিকই ৷ কিন্তু, বাস্তবে কিছু সংখ্যক মোর্চা নেতা GTA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছে ৷ বাকি সাধারণ মানুষ ও মোর্চা নেতারা ঐক্যবদ্ধই আছেন ৷ তাঁরাও দার্জিলিঙের প্রতিনিধি ৷ আমরা পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করব ৷ আপনারা দেখতে থাকুন ৷ সবটা এখনই খোলসা করব না ৷"

দার্জিলিং নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক চেয়ে ফের রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র

এর আগে পৃথক রাজ্যের দাবিতে 102 দিন বনধ হয়েছে পাহাড়ে ৷ পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ GTA প্রশাসনিক বোর্ড তৈরি করে তাতে মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসিয়েছেন বিনয় শিবিরকেই ৷ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজু জানান, "কেন্দ্রীয় অর্থ খরচের ক্ষেত্রেও সব কাজ যথাযথ হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ তাই বিশেষ অডিটের প্রয়োজন রয়েছে GTA-তে ৷ আমরা কেন্দ্রকে বলেছি, অডিট না হলে নতুন করে আর GTA-কে কোনও অর্থ বরাদ্দ করা যাবে না ৷"

পালটা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রঞ্জন সরকার বলেন, "পাহাড়কে ফের অশান্ত করতে চেষ্টা করছেন সাংসদ ৷ পাহাড় এখন শান্ত রয়েছে ৷ BJP-র উস্কানিতে পাহাড়ের মানুষ ওদের সঙ্গ দেবে না ৷"

ABOUT THE AUTHOR

...view details