শিলিগুড়ি, 14মে : মুম্বই থেকে ছয়টি ভলভো বাসে আগত 62 জন ক্যান্সার রোগী ও 100 জন পরিবার এবং ক্রুসহ সকলের জন্য ওষুধ, জল, রাতের খাবার ও ব্রেকফাস্ট এর ব্যবস্থা করল শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা । এই কাজে নেতৃত্ব দেন দেবাশিস সরকার এবং অন্য সমাজকর্মীরা ।
সড়কপথে নিয়ে যাওয়া হল মহারাষ্ট্রে আটকে থাকা অসমের ক্যান্সার রোগীদের - Lockdown
মুম্বই থেকে ছয়টি ভলভো বাসে ফিরছিলেন 62জন ক্যান্সার রোগী ও 100 জন পরিবার ৷ সকলের জন্য ওষুধ, জল, রাতের খাবার ও ব্রেকফাস্ট এর ব্যবস্থা করলেন শিলিগুড়ির এক স্বেচ্ছাসেবী সংস্থা ।
![সড়কপথে নিয়ে যাওয়া হল মহারাষ্ট্রে আটকে থাকা অসমের ক্যান্সার রোগীদের Cancer patients stranded in Maharashtra](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7194655-thumbnail-3x2-sil.jpg)
লকডাউনের জেরে দেশে যে যেখানে ছিলেন আটকে সেখানে আটকে পড়েছিলেন ৷ কোথাও ভিন রাজ্যের শ্রমিক, পড়ুয়া, পর্যটক আবার কোথাও চিকিৎসা পরিষেবা পেতে ভিন রাজ্যের মানুষ ৷ লকডাউন শিথিল হওয়ায় ধীরে ধীরে বাড়ি ফিরছেন বিভিন্ন রাজ্যের মানুষ ৷ তেমনই মুম্বই থেকে ছয়টি ভলভো বাসে ফিরছিলেন 62 জন ক্যান্সার রোগী ও 100 জন পরিবার ৷ দীর্ঘপথ ওই ক্যান্সার রোগী ও তাদের পরিবারের কতখানি যন্ত্রণার তা বুঝে এগিয়ে এলেন শিলিগুড়ির এক স্বেচ্ছাসেবী সংস্থা ৷ সকলের জন্য ওষুধ, জল, রাতের খাবার ও ব্রেকফাস্ট এর ব্যবস্থা করলেন তাঁরা ।
স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা জানান, ক্যান্সারের চিকিৎসায় বহু রোগী ও পরিজনেরা মুম্বইতে গিয়ে আটকে ছিলেন । এই দলটিও তেমনই একটি দল । দলে একাধিক ক্যান্সার আক্রান্ত ছিলেন । ছিলেন রোগীদের পরিজনেরাও । প্রত্যেকেই অসমের বাসিন্দা । এরা অসমে ফিরতে চেয়েও ফিরতে পারছিলেন না । এরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন । আমরা মানবিক কারণেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি ।