পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তবলার ভিতরে মাদক ইঞ্জেকশন পাচার ভেস্তে দিল BSF - দার্জিলিং

বাংলাদেশে মাদক পাচারের চেষ্টা নতুন নয় । এবার তবলার আড়ালে বিপুল পরিমাণে মাদক ইঞ্জেকশন পাচারের চেষ্টা । ভেস্তে দিল BSF ।

ছবি
ছবি

By

Published : Jun 23, 2020, 1:04 PM IST

Updated : Jun 23, 2020, 1:22 PM IST

দার্জিলিং, 23 জুন : তবলার ভিতর মাদক ইঞ্জেকশন ঢুকিয়ে পাচার করছিল কয়েকজন । তাদের সেই চেষ্টা ভেস্তে দিল BSF । অভিযুক্তরা পলাতক ।

এই বিষয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের DIG রাজীব রঞ্জন শর্মা জানিয়েছেন, BSF-র 199 ব্যাটেলিয়নের ভীমপুর BOP'র জওয়ানরা এই অভিযান চালান । নির্দিষ্ট সূত্রের খবরের ভিত্তিতে 21 জুন রাতে ইন্দো-বাংলাদেশ সীমান্তে অভিযান চালিয়ে 4 হাজার 240 টি মাদক ইনজেকশন বাজেয়াপ্ত করা হয় । এগুলি ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা চলছিল । বাজেয়াপ্ত এই ইনজেকশনের মূল্য 84 হাজার 110 টাকা ।

এদিকে, ভারত থেকে বাংলাদেশে কাফসিরাপ সহ গাঁজা ও গোরু পাচার অব্যাহত । প্রহরারত সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা 21 এবং 22 জুন উত্তরবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তের একাধিক জায়গায় মাদক দ্রব্য পাচার ভেস্তে দেয় । এই অভিযানে উদ্ধার হয় 727 বোতল কাফসিরাপ, 38 টি গোরু এবং 6 কেজি গাঁজা । বাজেয়াপ্ত এইসব চোরাই পণ্যের আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা বলে BSF সূত্রে জানানো হয়েছে।


Last Updated : Jun 23, 2020, 1:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details