দার্জিলিং, 14 জুলাই : পাচারের আগেই ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার হল 2 হাজার 497 বোতল ফেনসিডিল । উদ্ধার হয়েছে 54টি গরু । বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় আড়াই কেজি গাঁজাও ।
উত্তরবঙ্গ সীমান্তে পাচারের আগে উদ্ধার ফেনসিডিল, গবাদি পশু - চোরা পাচারকারীদের পরিকল্পনা ভেস্তে দিয়ে উদ্ধার গবাদিপশু
পাচারের পরিকল্পনা ভেস্তে দিল উত্তরবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তের সীমান্তরক্ষীরা । ফেনসিডিলের বোতল, গবাদি পশুসহ গাঁজা উদ্ধার হয়েছে ।
phensedyl bottle and cows are recovered by BSF
উত্তরবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে পাচার রুখতে বাড়তি জওয়ান মোতায়েন হলেও তা বন্ধ হয়নি । 10 থেকে 14 জুলাই পর্যন্ত ওই সীমান্ত এলাকায় পাচারের চেষ্টা ভেস্তে দিয়ে প্রায় এগারো লাখ টাকার পণ্য আটক করেছেন BSF জওয়ানরা ।
BSF-এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার সূত্রে খবর, ভরা বর্ষায় সীমান্তে আরও সক্রিয় হয়েছে পাচারকারীরা । আর তা রুখতে আরও সতর্ক BSF । মিলছে সাফল্যও ।