পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাদেশে পাচারের সময় উদ্ধার কাফ সিরাপ, গাঁজা - বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচার

23 জুন থেকে 25 জুন পর্যন্ত উত্তরবঙ্গের সীমান্ত সংলগ্ন একাধিক জায়গায় অভিযান চালিয়ে 3 হাজার 262 বোতল ফেনসিডিল, 46টি গোরু এবং 22 কেজি গাঁজা বাজেয়াপ্ত করেন BSF জওয়ানরা ।

ছবি
ছবি

By

Published : Jun 26, 2020, 8:08 AM IST

দার্জিলিং, 26 জুন : কাফ সিরাপ সহ প্রায় 11 লাখ টাকার চোরাই পণ্য আটক করল BSF । সেগুলি ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা চলছিল ।

গতকাল BSF সূত্রে জানানো হয়েছে, 23 জুন থেকে 25 জুন পর্যন্ত উত্তরবঙ্গের সীমান্ত সংলগ্ন একাধিক জায়গায় অভিযান চালিয়ে 3 হাজার 262 বোতল ফেনসিডিল, 46টি গোরু এবং 22 কেজি গাঁজা বাজেয়াপ্ত করেন BSF জওয়ানরা । যার আনুমানিক মূল্য 10 লাখ 72 হাজার 104 টাকা।

উত্তরবঙ্গের সীমান্ত দিয়ে চোরাচালান, অনুপ্রবেশ সহ একাধিক অপরাধের নজির রয়েছে। লকডাউনের মধ্যেও এই চোরাচালান বন্ধ নেই। সম্প্রতি BSF উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের IG হিসাবে দায়িত্বত্ব নেন সুনীল কুমার ত্যাগী । এরপরই তাঁর তৎপরতায় আসে বড় সাফল্য । মাদক থেকে ওষুধ, নেশার বস্তু ছাড়াও অন্যান্য সামগ্রী পাচার হয় এই সীমান্ত দিয়ে । আর এই সীমান্ত অপরাধ রোখাই বড় চ্যালেঞ্জ BSF এর।

ABOUT THE AUTHOR

...view details