শিলিগুড়ি, 27 জুলাই: বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । বিপুল পরিমাণ মাদক-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ । উত্তরবঙ্গ থেকে বিহারে মাদক পাচারের আগেই অভিযান চালিয়ে গ্রেফতার করা হল ওই যুবককে । পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম চন্দন কুমার । তার কাছ থেকে চার কোটি 40 লক্ষ টাকা মূল্যের ব্রাউন সুগার মিলেছে (Brown Sugar Recovered)। সে বিহারের পুর্ণিয়া জেলার বাসিন্দা । মঙ্গলবার রাতে বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন ভুজিয়াপানি এলাকার জাতীয় সড়কে অভিযান চালিয়ে পুলিস ওই সাফল্য পায় । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে অভিযানটি চালায় ।
জানা যায়, ভুজিয়াপানি এলাকায় মালদহ থেকে আসা একটি গাড়িকে আটক করে পুলিশ । এরপর তাতে তল্লাশি চালানো হয় । গাড়ির পিছনের অংশ থেকে প্রায় 700 গ্রাম ওজনের মোট 3টি প্যাকেট উদ্ধার হয় । তাতে প্রায় 2 কেজি 266 গ্রাম ব্রাউন সুগার ছিল । যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4 কোটি 40 লক্ষ টাকা । পুলিশের প্রাথমিক অনুমান, বিহারের ওই যুবক মালদহ থেকে মাদক নিয়ে বাগডোগরাতে বিক্রি করতে এসেছিল । কাজ শেষ করে আবার বিহারে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর । বাগডোগরাতে কার কাছে ওই মাদক হাত বদল করা হতো, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।